22nd Apr 2024
ভ্রমণ
নিজস্ব প্রতিনিধি
শীতের কামড়ে এবছর যাঁরা নাজেহাল হয়েছিলেন, এপ্রিল আসতে তাঁরাই তেঁতে-পুড়ে উঠেছেন গরমের দৌরাখে। গরম এবার তার যাবতীয় ছলা-কলা দেখিয়ে ফুল মার্কস পাওয়ার জন্য তৈরি হয়েই কিন্তু মাঠে নেমেছে। তাই পুজোর লম্বা ছুটির প্ল্যান আপাতত তালাবন্দী রেখে প্ল্যান করে ফেলুন দিন কয়েকের পাহাড়প্রেমের। তবে পাহাড় বলতেই উত্তরের কথা ভাবছেন যাঁরা, তাঁদের জন্য রইল এবার 'দখিন' হাওয়ার হদিশ।
উধাগামন্ডলম। বা উটকামন্ড। পর্যটনপ্রেমীদের ভালোবাসার ডাকনাম উটি। নীলগিরি পাহাড়ের মুকুটে সবুজ আর পাহাড়ের মিশেলে তামিলনাডুর প্রিয় শৈলশহর। যাওয়ার আদর্শ সময় এপ্রিলের মাঝামাঝি থেকে জুন অথবা সেপ্টেম্বর-অক্টোবর। সারা বছরই ঝিরিঝিরি বৃষ্টি, পাহাড়ি সোঁদা মাটির গন্ধ, আর মিঠে রোদ- উটির সম্পদ।
কী কী দেখবেন :
উটি লেক উটি শহরের অনতিদূরেই উটি লেক। মাছ ধরার জন্য রয়েছে চমৎকার ব্যবস্থা। ভাড়া করে নিতে পারেন মাছ ধরার যাবতীয় সামগ্রী, আবার কিনেও নিতে পারেন। লেকের জলে বোটিং করতে পারেন, চাইলে নিজেই বাইতে পারেন ডিঙি নৌকো। লেকের চারপাশে রয়েছে সাইক্লিং এর ব্যবস্থা।
উটি বোট্যানিক্যাল গার্ডেন: নীলগিরি পাহাড়ের গা ঘেঁষেই উটির বোটানিক্যাল গার্ডেন। প্রকৃতি ও গাছপালা ভালোবাসেন যাঁরা, তাঁদের কাছে স্বর্গরাজ্য। প্রায় ৫৫ একর জায়গা নিয়ে গড়ে ওঠা গার্ডেনটি রক্ষণাবেক্ষণ করে তামিলনাড়ুর হর্টিকালচার দপ্তর। বিভিন্ন প্রজাতির ফুল, গাছ, ফার্ণ হাউস, নার্সারি, কনজার্ভেটরি তো রয়েছেই, সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে কুড়ি মিলিয়ন বছরের পুরোনো গাছের ফসিল। উটি রোজ গার্ডেন। গোলাপ ভালোবাসেন না, এমন মানুষ মেলা দুষ্কর। তাই গোলাপ দেখতে চলে যেতে পারেন এখানে। পাবেন কুড়ি হাজারেরও বেশি প্রজাতির গোলাপ। এশিয়ার অন্যতম গোলাপ সংরক্ষণ কেন্দ্র হিসেবে জুটেছে নানা খেতাব।
ডিয়ার পার্ক:
শুধু গাছপালাই
কেন, উটি লেক থেকে মাত্র দু'কিলোমিটার দূরে রয়েছে। ডিয়ার পার্ক। ২২ একর জায়গা ঘেরা এই পার্কে রয়েছে বিভিন্ন প্রজাতির জীব-জন্তু। সম্বর আর চিতল হরিণ দেখতে চাইলে ঘুরে আসতেই পারেন। শুধু তামিলনাডুই নয়, সারা ভারতেই বেশ নাম রয়েছে উটির ডিয়ার পার্কের।
ডোডাবেটা পিক:
নীলগিরির সবচেয়ে উঁচু পিক এটি। উটি থেকে মাত্র দশ কিলোমিটার দূরে পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত। পাহাড়ের টপভিউ অত্যন্ত সুন্দর। একদম চূড়ায় রয়েছে টেলিস্কোপ হাউস।
মুকুর্তি ন্যাশনাল পার্ক:
বেশ কিছু নদী দিয়ে ঘেরা এই পার্কটি। পাখি আর ফুলেদের শান্ত সহাবস্থান। নিভৃতে সময় কাটানোর আদর্শ স্থান। মুদুমালাই ন্যাশনাল পার্ক, এখানে প্রায় পঞ্চাশটি বাঘ রয়েছে। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। বেশ কিছু গেস্ট হাউস রয়েছে। কালহাটি ঝর্ণা-উটি-মাইসোর রোডেই পড়ে এই ঝর্ণাটি। কালহাট্টি গ্রামের মধ্যে দিয়ে দু'মাইলের ট্রেকের শেষে পৌঁছে যান এখানে। পুরাণ মতে, অগ্যস্ত মুনি থাকতেন এখানে। অজস্র পাখি, আর অপূর্ব প্রাকৃতিক শোভা মন কেড়ে নেবে।
পাইকারা ঋণী:
এটিও উটি- মাইসোর রোডেই। ঝর্ণা আর সবুজে ছাওয়া চারপাশ। রয়েছে একটি নোট হাউস। সেখানকার রেস্তোরাঁও সেরে নিতে পারেন বিকেলের জলখাবার।
ট্রাইবাল রিসার্চ সেন্টার: দক্ষিণ ভারতের আদিবাসী জনজাতির সংস্কৃতি ও অস্তিত্বের অন্যতম আধার এটি। রয়েছে একটি মিউজিয়াম ও লাইব্রেরিও। এগুলি ছাড়াও রয়েছে উটির বিখ্যাত সেন্ট স্টিফেনস চার্চ, ওয়াক্স ওয়ার্ল্ড, স্টোন হাউস, এছাড়া অজস্র ভ্যালি।
উটি সামার ফেস্টিভ্যাল:
বছরের চেনা জুটির লিস্টে দক্ষিণ ভারত ট্যুরের মধ্যে দু'একদিন জায়গা গেলেও এই গরমে কিন্তু শুধু উটির উদ্দেশ্যে রওনা দেওয়াই যায় দিন চারেকের জন্য। গরমের উটি এই সময়েই সাজিয়ে বসে তার সবচেয়ে আদরের পসরা। যার পোশাকি নাম সামার ফেস্টিভ্যাল। প্রতি বছরই মধ্য গরমে মে মাসে উাট সেজে ওঠে এই উৎসবে। তামিলনাড়ুর বিভিন্ন জনগোষ্ঠির সংস্কৃতির আস্বাদ পেতে হলে আসতেই হবে এই উৎসবে। সারা দেশ তো বটেই, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। পাটিকরা আসেন এই সময় উটিতে। ফ্লাওয়ার শো, সবজি ও বিভিন্ন মশলার মেলা, কার্নিভাল, হক ও অন্যান্য শিল্পের মেলা তো রয়েছেই, সঙ্গে থাকে বোট রেসিং, সাংস্কৃতিক অনুষ্ঠান।।। শুধুমাত্র বিনোদনই নয়, তামিলনাড়ুর সংস্কৃতির অন্যতম বাহক এই বণার উৎসব। মে মাসের দ্বিতীয় সপ্তাহেই অনুষ্ঠিত হবে এই সামার ফেসিস্টভ্যাল। অংশ নিতে চাইলে যাতায়াত আর থাকার ব্যবস্থা করে ফেলুন চটজলদি। কারণ, সারা পৃথিবীর পর্যটকরা আসেন বলে ভিড় থাকে এসময়।
কীভাবে যাবেন:
কলকাতা থেকে সরাসরি কোনও ট্রেন নেই উটি পর্যন্ত। চেন্নাই সেন্ট্রাল থেকে নীলগিরি এক্সপ্রেসে (ছাড়ে রাত ন'টায়) চেপে পৌঁছে যান মেট্রপলালাম ষ্টেশনে সেকাল ৬টা ১৫-এ)। এখান থেকে টয় ট্রেনে ঘন্টা পাঁচেকে পৌঁছে যাবেন উটি। তাছারাও কোয়াম্বাটুর ও মেটুপলালাম থেকে আধ ঘন্টা ও এক ঘন্টার ব্যবধানে উটির বাস ছাড়ে। ফ্লাইটে এলে নিকটবর্তী এয়ারপোর্ট কোয়েম্বাটুর।
উটি ও সামার ফেস্টিভ্যাল সম্পর্কে যে-কোনও তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন:
তামিলনাড়ু পর্যটন দপ্তর
জি-২৬, দক্ষিণাপণ কমপ্লেক্স, ২ গড়িয়াহাট রোড, কলকাতা- ৬৮
ফোন- ০৩৩-৪৭২৯৬১১
ওয়েবসাইট- www.tamilnadutourism.org