14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

শহরের কোলাহল এড়িয়ে, নির্জনে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান? ঘুরে আসুন মনচাষা

2nd Apr 2024

ভ্রমণ

নিজস্ব প্রতিনিধি


গ্রামের নাম পাউসি।কলকাতা থেকে মাত্র ঘন্টাখানেকের দূরত্ব। গ্রামীণ কোলাহলমুক্ত পরিবেশে দুটো দিন কাটিয়ে আসতে চাইলে তার জন্য একদম আদর্শ জায়গা হল মনচাষা। কলকাতার অদূরেই রয়েছে ছবির মতো সাজানো এই গ্রামীণ পর্যটন কেন্দ্র। ছায়া-ঘেরা শান্তির মাটির খড়ের চালাওয়ালা ঘর, ঢেকি ছাঁটা চাল, পুকুরের মাছ, বাড়ির সামনে ফুলের বাগান, কাঁসার বাসনে পঞ্চব্যাঞ্জন খাওয়া দাওয়া। সব মিলিয়ে স্বপ্নের মতো সাজানো-গোছানো গ্রাম্য মনোরম ‘উইকএন্ড ডেস্টিনেশন’ কন্টাইয়ের মনচাষা। সকালের কুয়াশামাখা পরিবেশ, টলটলে ঝিলের জল, মাঠের সবুজে, ফুলের বাহারি রঙে চোখ-মনের আরাম পাবেন মুহূর্তের মধ্যে। এর সঙ্গে গ্রাম বাংলার ঐতিহ্যের হাতের কাজের স্মারক, বাউল দরবেশের গানে মন অনায়াসে ভুলবে সব ক্লান্তি।

কীভাবে যাবেন?

কলকাতা থেকে দিঘা যাওয়ার যে কোনও বাসে কালীনগর বাস স্টপে নেমে সেখান থেকে ট্রেকার ভাড়া করে পৌঁছে যেতে পারেন মনচাষায়। ট্রেনে গেলে কন্টাই স্টেশনে নেমেও সেখান থেকে ট্রেকার ভাড়া করে মনচাষায় যাওয়া যেতে পারে।

খরচ কত?
একটি কটেজের ভাড়া মোটামুটি ৩,৫০০-৪,০০০ টাকা। কটেজগুলি ৪ জনের থাকার উপযোগী। খাবার খরচ প্রতিদিন জন প্রতি মোটামুটি ১,০০০ টাকা, ৩ বেলার খাবার সহ। অর্থাৎ মাথাপিছু খরচ ২২০০-২৫০০ টাকা।

Archive

Most Popular