14th Mar 2025

Highlights :

www.rojkarananya.com news

সরস্বতী পুজোয় বৈঠকী আড্ডায় স্মরণে সলিল চৌধুরী সঙ্গে রান্নার প্রতিযোগিতা

27th Jan 2025

বিনোদন

নিজস্ব প্রতিনিধি


সরস্বতী পুজোকে সামনে রেখে দুদিনের সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ডায়মন্ড সিটি নর্থ সোশ্যাল ফোরাম। এই বিশেষ অনুষ্ঠান পর্বের প্রথম দিন থাকছে এক রান্নার প্রতিযোগিতা। বিষয় পনির। অর্থাৎ পনির দিয়ে বানানো যে কোনো রান্না। মোটামুটি ৪০ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। বিচারের দায়িত্বে রয়েছেন তাজ বেঙ্গলের শেফ দেবজিৎ মজুমদার এবং তাঁর সহকারী। পরিবেশন, অভিনবত্ব এবং স্বাদের মাপকাঠিতে তাঁরা বেছে নেবেন সেরা ৫ জন কে। এছাড়াও প্রত্যেক প্রতিযোগির জন্য থাকবে সাম্মানিক মেডেল এবং সার্টিফিকেট। এদিনের শেষ পর্বে রয়েছে আবাসিকবৃন্দ দের নিয়ে এক উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান।

দ্বিতীয় দিন, সকাল ১০টায় বিশুদ্ধ সিদ্ধান্তমতে বাগদেবীর আরাধনা শেষে প্রসাদ বিতরণ। এবং সন্ধ্যা ৬:৩০ থেকে রয়েছে এক বিশেষ সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান স্মরণে সলিল চৌধুরী। বাংলা গানের সুরের জগতের অন্যতম খ্যাতনামা ব্যক্তি হিসেবে পরিচিত শিল্পী সলিল চৌধুরী (১৯২৫-২০২৫), তাঁর নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিংবদন্তী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন ঘন্টার এই অনুষ্ঠান কেবলমাত্র সঙ্গীতানুষ্ঠান নয়, গল্প, আবৃত্তি, আলোচনা এবং কালজয়ী কিছু গান নিয়ে এক বৈঠকী অনুষ্ঠান, এক আলোচনা চক্র। উপস্থিত থাকবেন বিখ্যাত কিছু গুণী সঙ্গীতশিল্পী। সলিল চৌধুরীর গান এবং গল্পকথা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস।

Archive

Most Popular