14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

রূপচর্চায় দই

18th Apr 2024

প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি


ঘরোয়া রূপচর্চায় ঘোর বিশ্বাসী আমরা। এটা ওটা বেটে, ওটা সেটা মিশিয়ে ত্বকের জেল্লা ফেরাতে কে না চায়! এই গরমে সেই টোটকায় সামিল হোক দই। কিন্তু কীভাবে? চলুন জেনে নিই।

আমাদের জীবনে দই-এর গুরুত্ব অপরিহার্য এবং অতুলনীয়। দই আমাদের শরীরের বাইরের এবং ভিতরের নানা সমস্যার সমাধান করতে সাহায্য করে। দই-এ ক্যালসিয়াম, ভিটামিন বি ২, ভিটামিন বি ১২, পটাশিয়াম, ল্যাকটিক অ্যাসিড ও ম্যাগনেশিয়াম থাকে। প্রতিদিন দই খেলে পেটের যে কোনও সমস্যা কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ওজন কমে, হজম শক্তি বাড়ে, ক্যালশিয়ামের চাহিদা পূর্ণ হয়। দই খেলে শরীরের জীবাণু নষ্ট হয়ে যায়। এছাড়া দই ত্বক ও চুলকে সুন্দর ও মসৃণ রাখতেও সাহায্য করে। কেমন সেই কাজ, আসুন জেনে নেওয়া যাক।

শুষ্ক ত্বকে দই-এর উপকারিতা:
এক চামচ দই, অর্ধেক চামচ মধু, ৪-৫ ফোঁটা লেবুর রস আর পাকা কলা চটকে ভালো করে মিশিয়ে মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এই প্যাক সপ্তাহে দু'দিন ব্যবহার করতে হবে। এটির ব্যবহার ত্বকের বলিরেখা দূর করে। ত্বকের উপরে জমে থাকা মৃত কোশ সরিয়ে চামড়ার উজ্জ্বলতা বাড়ায়। ত্বক সুস্থ, সুন্দর আর চকচকে রাখতে সাহায্য করে। ত্বকের নমনীয়তা বজায় রাখে।

তৈলাক্ত ত্বকেও উপকারী:
এক চামচ দই, দু-তিন ফোঁটা লেবুর রস, ১ চামচ কেরোলিন পাউডার মিশিয়ে নিন। এই মিশ্রণ পুরো মুখে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক সপ্তাহে দু'দিন ব্যবহার করতে হবে। নিয়ম মেনে ব্যবহার করলে ত্বকের ব্রণ, ব্ল‍্যাকহেডস এবং দাগের সমস্যা দূর হবে।

দাগ ছোঁপ এর দাওয়াই:
এক চামচ দই, অর্ধেক চামচ মধু, ৫-৬ ফোঁটা আমন্ড অয়েল আর অর্ধেক চামচ মুলোর রস ভালো করে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এই প্যাক সপ্তাহে দু'দিন লাগালে যে- কোনও দাগ আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এমনকী মেচেতাও।

ট্যান তোলায় ওস্তাদ:
এক চামচ দই, এক চামচ টোম্যাটোর রস, এক চা চামচ হলুদ গুঁড়ো ও ৪-৫ ফোঁটা মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ পুরো মুখে এবং গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে মাত্র দু'দিন ব্যবহার করলে রোদে পোড়া ভাব উধাও হয়ে যাবে। ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।

একই ভাবে অর্ধেক কাপ দই, অর্ধেক কাপ ওটস, অর্ধেক কাপ লেবুর রস, একটি গোটা টোম্যাটোর রস ভালো করে মিশিয়ে সারা শরীরে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। একই উপকার পাবেন।

খুশকি তাড়ায়:
অর্ধেক কাপ দই, অর্ধেক কাপ মেথির গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলের গোড়ায় লাগিয়ে ১ ঘন্টা রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একদিন করে লাগালে খুশকি দূর হবে এবং চুল পড়া থেকেও মুক্তি পাবেন।

শুষ্ক ও ফ্রিজি চুলের সমাধান:
অর্ধেক কাপ দই, দু' চা চামচ মধু, অর্ধেক কাপ পাকা কলা চটকে মিশিয়ে নিন। এটি পুরো চুলে লাগিয়ে ১ ঘন্টা রাখুন। যে-কোনও হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক সপ্তাহে তিনদিন ব্যবহার করলে চুল নরম হবে। চুলের উজ্জ্বলতা বাড়বে।

চুল পড়া আটকায়:
এক কাপ দই, এক কাপ কারি পাতা ফোটানো জল ও তিন চামচ আমলা পাউডার মিশিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে ফেলুন। ১ ঘন্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এই প্যাক সপ্তাহে একদিন মাখবেন।

Archive

Most Popular