14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

হঠাৎ প্রেসার বেড়ে গেলে কী করবেন?

2nd Jun 2024

স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি


যারা আগে থেকে, উচ্চ রক্তচাপের রোগী তাদের জন্য এই আকস্মিক রক্তচাপ বৃদ্ধি বিপদের কারণ হতে পারে। যাদের রক্তচাপ নেই তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিছু নিয়মকানুন মানলে ঠিক হয়ে যায়। তবে সব সময় ঠিক নাও হতে পারে। ক্ষণস্থায়ী রক্তচাপ বৃদ্ধি অনেক ক্ষেত্রেই পরে স্বাভাবিক হয়ে যায়। তার পরও একে অবহেলা করা উচিত নয়। আবার বেশ কিছুদিন বা কয়েক সপ্তাহ ধরে বাড়তি রক্তচাপ আছে বোঝা গেলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।

উপসর্গ

মাথাব্যথা (সাধারণত মাথার পিছনের অংশে, সকালে ঘুম থেকে ওঠার পর নিয়মিত ব্যথা, যা কয়েক ঘণ্টা পর নিজেই ভালো হয়ে যায়), মাথা ঝিমঝিম করা, অবসাদগ্রস্ত, বুক ধড়ফড় করা, নাক দিয়ে রক্ত পড়া, চোখে ঝাপসা দেখা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, মাংসপেশির দুর্বলতা, অনিয়মিত ঘুম, নাকডাকা, দিনের বেলায় নিদ্রালুতা, বুক ধড়ফড় করা এবং হঠাৎ ঘাম।

কী করনীয়?
১. হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ নেওয়া।

২.ওজন কমানো

৩. নুন কম খাওয়া।

৪. মদ্যপান বা নেশাদ্রব্য গ্রহণ না করা।

৫. প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট জোরে জোরে হাঁটা।

৬. চর্বিজাতীয় খাবার কম খাওয়া।

৭. প্রচুর ফল ও শাকসবজি খাওয়া।

৮. মাছ বেশি খাওয়া।

৯. ধূমপান ত্যাগ করা।

১০. ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া (রক্তে অতিরিক্ত চর্বি জমা হওয়া) নিয়ন্ত্রণে রাখা

১১. ঘন ঘন রক্তচাপ পরিমাণ না করা।

১২. হাসিখুশি ও প্রফুল্ল থাকা। বন্ধু-পরিজনসহ সুখী জীবন- যাপনের চেষ্টা করা

১৩. মানসিক অবসাদ দূর করা।

১৪. উচ্চমাত্রার ওষুধ গ্রহণ করে হঠাৎ রক্তচাপ কমিয়ে ফেলা।
১৫.যথেষ্ট পরিমাণ বিশ্রাম নেওয়া।

Archive

Most Popular