3rd Jul 2024
প্রতিবেদন
এলিজা
বেড়াতে যাওয়ার জন্য ব্যাগ গোছানো বাঙালির নখদর্পণে। কিন্তু অফিস টুরে যাওয়ার জন্য কি পোশাক নেবেন আর কতগুলোই বা নেবেন এ ব্যাপারে বহু পুরুষ এবং মহিলারা দ্বিধাদ্বন্দে ভোগেন। তারপর অফিস টুরে গিয়ে যদি কলিগদের সঙ্গে লাঞ্চে বা ডিনারে যাওয়ার থাকে কিংবা টুকটাক বেড়ানো, শপিং করার পরিকল্পনা থাকে তাহলে তো চিন্তা আরও দ্বিগুণ হয়ে যায়।
তাহলে অফিস টুরে যাওয়ার জন্য কি কি পোশাক নেওয়া যেতে পারে বা কীভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে পোশাক পরা যায়, সেটা সর্বাগ্রে ভেবে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে প্রথমেই যে-ব্যাপারটি মগজে রাখতে হবে তা হল কমসংখ্যক পোশাক দিয়ে কীভাবে বেশি অপশন বানানো সম্ভব। তাহলে ভারও কমবে। মিক্স অ্যান্ড ম্যাচ কথাটার সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। সহজভাবে বলতে গেলে একটি পোশাকের সঙ্গে নির্দিষ্ট আরেকটি পোশাক না পরে মিলিয়ে মিশিয়ে পোশাক পরা।
ধরুন, আপনার কাছে চারটে টপ ওয়্যার রয়েছে আর রয়েছে দুটি বটম ওয়্যার। এখন যদি টপগুলোকে ১,২,৩,৪ নম্বর দেওয়া যায় আর বটম্ ওয়্যারগুলোকে এ এবং বি হিসেবে ধরে নেওয়া যায়, তাহলে টপ এবং বটম ওয়ারগুলোকে এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যে এ বটম্ ওয়্যারের সঙ্গে ওয়ান টু থ্রি ফোর চারটে টপই পরা সম্ভব। আবার বি বটম ওয়্যারের সঙ্গে ওয়ান টু থ্রি ফোর চারটে টপই পরা সম্ভব। এভাবে মাত্র ছটি পোশাক দিয়ে আমরা তৈরি করতে পারব আটটি অপশন। মিক্স অ্যান্ড ম্যাচ করার সবচেয়ে সহজ উপায় হল কিছু নিউট্রাল কালারের পোশাককে প্রাধান্য দেওয়া। আর তার সঙ্গে কালারফুল অ্যাক্সেসরি ব্যবহার করলে লাগেজ কম নিয়ে বেশি সংখ্যক পোশাকের অপশন তৈরি করা সহজ।
পুরুষদের ক্ষেত্রে একটা জিনস একটা শর্টস তো অবশ্যই নেওয়া উচিত। অফিসের বাইরে কলিগদের সঙ্গে ডিনারে বা লাঞ্চে জিনস টি শার্ট বা জিনসের সঙ্গে শার্ট পেয়ার করতে পারেন । আবার টুকটাক বেড়াতে বের হলে বা শপিংয়ের জন্য শর্টস ব্যবহার করা যেতে পারে, অফিস এর জন্য নেবেন নিউট্রাল ডার্ক আর লাইট দুটো প্যান্ট দু-তিনটি সেমি ফরমাল শার্ট দুটো টি শার্ট। সেমি ফরমাল জ্যাকেট আর সঙ্গে নেবেন দুই জোড়া জুতো। এই ক'টা পোশাক নিয়ে দেখবেন প্রায় ১২-১৩ রকমের অপশন আপনি পেয়ে যাবেন।
যেসব মহিলারা ওয়েস্টিন পরেন, তারা দুতিনটে টপ দুটো ফরমাল শার্ট, দুটো টি শার্ট, দু-একটা ফরমাল স্কার্ট অথবা প্যান্ট নিতে পারেন। সঙ্গে অবশ্যই একটা জিনস, একটা শর্টস নেবেন। এর সঙ্গে হালকা কয়েকটা শ্রাগ, স্কার্ফও সঙ্গে রাখতে পারেন মহিলাদের ক্ষেত্রে যেহেতু টপগুলো অনেক কম জায়গা নেয় এবং ওজনেও কম হয়, সেক্ষেত্রে আরও বেশি অপশন ক্রিয়েট করা সহজ হবে সঙ্গে রাখবেন দুজোড়া জুতো, এক্ষেত্রে দুটি ফরমাল শুয়ের ব্যবহার না-করে অন্তত একটা সেমি ফরমাল বা ক্যাজুয়াল জুতো নিতে পারেন। সঙ্গে অবশ্যই নেবেন কিছু মিনিমাল জুয়েলারি অফিস এর জন্য। আর দুএকটা এক্সট্রাভাগান্ট ইয়ার রিঙের নেকলেস বেড়াতে বেরোনোর জন্য।
যেসব মহিলারা ইন্দো-ওয়েস্টার্ন পোশাক পরে থাকেন তারা দুতিনটি নিউট্রাল কালারের কুর্তি অবশ্যই নেবেন। সঙ্গে নিন দুটো সিগারেট প্যান্ট, দুটো পালাজো, একটা জিনস, দুএকটা স্কার্ট। আর নেবেন দুটো শ্রাগ। তবে একটা জিনিস যেটা অবশ্যই রাখবেন সেটা হলো ফ্রন্ট ওপেন লং ড্রেস। এই ফ্রন্ট ওপেন ড্রেসগুলি মাল্টিপারপাস ইউজ করা যায়। আপনি যেমন এটাকে ড্রেস হিসেবে পরতে পারবেন তেমনই কুর্তা বা টিউনিক হিসেবেও পরতে পারবেন আবার শ্রাগ হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এমনকী স্কার্টের উপরেও সুন্দর করে স্টাইলিং করে পরা যেতে পারে। সঙ্গে নিতে পারেন একজোড়া স্যান্ডেল আর একজোড়া জুতি আর নেবেন কয়েকটা স্কার্ফ এবং কিছু সুন্দর একসেসরি।
মনে রাখবেন নুড নেলপলিশ আর ন্যুড মেক-আপ। কিন্তু সমস্ত ধরনের জামা-কাপড়ের সঙ্গে খুব সুন্দর। যায় ফলে, অল্প মেকআপ বা ছোট মেকআপ কিট নিয়ে আপনি অফিস টুরে যেতে পারবেন।
চুল বাঁধা বা খোলা রাখা নির্ভর করে আপনার চুলের লেন্থের উপর। তবে চেষ্টা করবেন কমপ্লিকটেড স্টাইলিং না-করতে। বরং ছোট এক্সেসরিজ ব্যবহার করতে পারেন। অফিসের জন্য চুল নিট করে পনিটেল কিংবা বান করে নিতে পারেন। আর বাইরে বেরোনোর জন্য মানে টুকটাক শপিং কিংবা ডাইন আউটের জন্য সুন্দর সুন্দর বিনুনি বা খোলা চুলে নানারকম স্টাইল করতে পারেন। এতে চেহারায় ভিন্নতা আসবে আর আপনিও উপভোগও করতে পারবেন।
ব্যাগ এমন নেবেন যেটা ফরমাল এবং ক্যাজুয়াল সবকিছুর সঙ্গেই যায়। এক্ষেত্রে চামড়ার ব্যাগের কোনও জুড়ি নেই।
3rd Dec 2024
প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি