2nd Sep 2024
বিনোদন
নিজস্ব প্রতিনিধি
পুজো শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন। সারা বছরের কাজকর্মে ব্যস্ততার মাঝে অনেকেই ত্বকের যত্ন নেওয়ার সময় পান না। তবে উৎসবের মরশুমে সকলেই নিজের জন্য সময় বের করে নেন। ত্বকের জেল্লা ফিরে পেতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ফেস মাস্ক, স্ক্রাবার এবং টোনার। পুজোয় আপনার জেল্লাদার নিখুঁত ত্বক দেখে চোখ ফেরাতে পারবে না কেউই।
১.এক টেবিল চামচ শসার রসে এক টেবিল চামচ লেবুর রস এবং এক চামচ গোলাপ মিশিয়ে নিন। এই মিশ্রণে তুলোর বল ডুবিয়ে সারা মুখে বুলিয়ে নিন।
২.এক চামচ চিনির সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে দিন। এই মিশ্রণটা দিয়ে মুখে, গলায়, ঘাড়ে ভাল করে ঘষে করে নিন। হালকা হাতে স্ক্রাব করবেন। ৩-৪ মিনিট স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।
৩.২ চামচ কাঁচা দুধের সঙ্গে ১ চামচ বেসন ও এক চিমটে হলুদ মিশিয়ে ত্বকের উপর লাগান। মিনিট পনেরো-কুড়ি অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৪.১ চা চামচ মধুর সঙ্গে ২ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে ১০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন।
৫.গ্রিন টি জলে ভিজিয়ে রাখুন প্রথমে। তারপর সম পরিমাণ গ্রিন টির পাতা এবং অ্যালোভেরা জেল মেশান। সেই মিশ্রণ মুখে মেখে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিন।
৬.১০ টি মতো আমন্ড সারা রাত ভিজিয়ে রাখুন এবং পরের দিন গুঁড়ো করে নিন। এর সঙ্গে এক চামচ ওটস এবং কিছুটা দই মিশিয়ে নিন। আপনার ত্বকের ধরন অনুযায়ী ১/২ চামচ মধু বা গোলাপ জল মেশাতে পারেন। মুখে গলায় এবং হাতে মেখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।