8th Feb 2025

Highlights :

www.rojkarananya.com news

লালাবাগান নবাঙ্কুর

1st Oct 2024

বাড়িঘর

নিজস্ব প্রতিনিধি


চেতনা ফিরুক,

রেখোনা নিজেকে অবুঝ।

বিপ্লব ফিরুক,

তার রং টা হোক সবুজ।

বিশ্বজুড়ে থাবা ছড়াচ্ছে দূষণের ভয়াল অসুর। গাছকে দেবী দুর্গা রূপে কল্পনা করলে তার নিধন সম্ভব। এই ভাবনা থেকেই ৬৫তম বর্ষে লালাবাগান নবাঙ্কুরের এ বছরের প্রয়াস লালাবাগানে নবাঙ্কুর। সমগ্র পরিকল্পনায় রয়েছেন শিল্পী প্রশান্ত পাল। 

তাঁর ভাবনায় মূর্তি পুজোর প্রচলন যখন হয়নি তখন পুজো হতো নবপত্রিকার। নবপত্রিকা অর্থাৎ নয়টি গাছের সম্মেলিত রূপকে পূজা করা হতো। দেবীর প্রাণ প্রতিষ্ঠা হতো গাছের মাধ্যমেই। দূষনরূপী অসুরকে পরাস্ত করতেও সবুজায়নের কোনো বিকল্প নেই। এমনই এক ভাবনাকে মাথায় রেখে প্রায় সাড়ে সাতশো গাছ নার্সারিতে বড় করে অবশেষে তাদের দিয়েই মণ্ডপসজ্জা করেছেন লালাবাগান নবাঙ্কুর এর অধিবাসীবৃৃন্দ। মা দুর্গার মূর্তিটিও গড়া হচ্ছে কাঠ দিয়েই।

প্রতিমা ও উপস্থাপনা: প্রশান্ত পাল

আবহ: গায়েত্রী পান্ডা

আলো: ঋজু সাহা

Archive

Most Popular

ভ্যালেন্টাইন উইক স্পেশাল ফ্যাশন স্টাইলিং

8th Feb 2025

প্রতিবেদন

অন্তরা ব্যানার্জি

Read More