2nd Oct 2024
বাড়িঘর
নিজস্ব প্রতিনিধি
বেহালার অন্যতম পুজোগুলির মধ্যে রয়েছে বেহালা ফ্রেন্ডস। প্রতি বছরই এই পুজো মণ্ডপ থিমের বিষয়ে বৈচিত্রের অভিনবত্বে নজর কাড়ে দর্শনার্থীদের। দূরদুরান্ত থেকে মানুষের আগমন ঘটে এই পুজো প্যাণ্ডেলে। গত বছর এই পুজো মণ্ডপের থিম ছিল মার্গদর্শন।
৫৯ তম বর্ষে তাদের এবারের থিমের নাম মঙ্গলালোকে।
মহিমা তব উদ্ভাসিত,
মহাগগন মাঝে,
বিশ্বজগত মনিভুষন,
বেষ্টিত ভরণে।
সত্য ও সুন্দরের উপস্থাপনা, দিগন্তে উদ্ভাসিত যে সত্তা, বিশ্বাগত মুখর তারই কামনায়। কবিগুরুর এই সুরই এবারের দেবী আরাধনায় নৈবেদ্য। ধর্মীয় মৌলবাদ, ক্ষমতার আস্ফালন সকল অহেতুক বিভেদ-এর পরিখা ঘিরে রয়েছে চারপাশ- আনাচ কানাচ। অর্থহীন এই জীবনে শাশ্বত-সত্ত্বা চিরন্তন শান্তির দূত হয়ে আসুক, শব্দ আর সুর নিয়েই হোক আমাদের প্রার্থনা।
পরিকল্পনা ও নির্দেশনা: বিশ্বনাথ দে
আলো: প্রেমেন্দু বিকাশ চাকী
প্রতিমা: নব কুমার পাল
আবহ: আশু চক্রবর্তী