13th Dec 2024

Highlights :

www.rojkarananya.com news

ধনতেরাসে সোনা কেনা শুধুই বিশ্বাস নাকি বিজ্ঞানও? কেন কেনা হয় ঝাঁটা?

25th Oct 2024

প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি


পুরাণ কী বলছে?

ধন শব্দের অর্থ সম্পদ, তেরাস শব্দের অর্থ ত্রয়োদশী। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতেই বাড়ির মঙ্গল কামনা, অর্থ চিন্তা দূর করতে ঘরে ঘরে ধনতেরাস পালন করা হয়। অনেকের মতে, ধনতেরাসে সোনা কিনলে সম্পদের দেবীকে লক্ষ্মী প্রসন্ন হন। এবং মনে করা হয় এতে গৃহস্থের শ্রীবৃদ্ধি হয়।

ধনতেরাসের পিছনে জড়িয়ে থাকা ইতিহাস, পুরাণ:

কথিত রয়েছে, দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ থেকে বিতাড়িত করা হয় লক্ষ্মীকে। তখন নাকি সাগরে গিয়ে বসবাস শুরু করেন কমলা দেবী। এর পরে অসুরদের সঙ্গে লড়াই করে, সমুদ্রমন্থনের হাত ধরে দেবতারা ফিরে পান লক্ষ্মীকে। এছাড়াও কথিত রয়েছে, রাজা হিমুর সন্তানের উপর অভিশাপ ছিল, বিবাহের চারদিনের মধ্যে সাপের কামড়ে তাঁর মৃত্যু অনিবার্য। একথা জানতেন যুবরাজের স্ত্রী। তাই কিছুতেই স্বামীকে ঘুমোতে দেননি তিনি। জাগিয়ে রেখেছিলেন গানে, গল্পে। ঘরের বাইরে রাখার বিপুল পরিমাণে সোনা, রূপো।

ধনতেরাসে ধাতু কেনা, কেবলই বিশ্বাস? নাকি বিজ্ঞানও রয়েছে?

সোনা-রুপো বা মূল্যবান ধাতু হল সবচেয়ে বিশ্বস্ত বিনিয়োগের মাধ্যম। তাই ভবিষ্যত সুরক্ষিত করতেও এই দিন সোনা কিনতে পারেন। এছাড়া ধনতেরাস উপলক্ষে বিভিন্ন দোকানে মজুরির উপর চলে আকর্ষনীয় ছাড়। তাই এই দিন সোনা কেনা বুদ্ধিমানের কাজ।

কেন ধনতেরাসের দিন ঝাঁটা কেনার চল রয়েছে?

মৎস্যপুরাণ মতে ঝাঁটায় লক্ষ্মীর বাস। এদিন ঝাঁটা ঘরে আনা মানে বাড়িতে দেবী লক্ষীর আগমন। এদিন ঝাঁটা কিনলে বাড়িতে অশুভ শক্তির বিনাশ হয়। তবে লোকাচার মত বলছে দাড় করিয়ে নয় শুইয়ে রাখতে হয়। অনেকেই তাই ঝাঁটায় পা রাখলে প্রণাম করেন।

কী ধরনের ঝাঁটা কিনবেন? 

ধনতেরাসের দিন ঝাঁটা কিনলে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে। তবে এদিন শুধুমাত্র ঝাঁটা কিনবেন না। ফুলের সঙ্গে ঝাঁটা কিনুন। রান্নাঘর বা বেডরুমে নতুন ঝাঁটা রাখবেন না। খাটের নিচে বা আলমারির কাছেও ঝাঁটা রাখতে নেই।

ঘন ঝাঁটা কিনুন- ঝাঁটা কেনার সময় খেয়াল রাখবেন যেন সেটি পাতলা না হয় বা শুকিয়ে না যায়। এর কাঠিগুলি ভাল অবস্থায় থাকা উচিত। এটি যত ঘন হবে তত ভাল। ভাঙা ঝাঁটা কেনা একেবারেই উচিত নয়। 

প্লাস্টিকের ঝাঁটা - ধনতেরাসের দিন প্লাস্টিকের ঝাঁটা কেনা থেকে বিরত থাকুন। এই শুভ দিন উপলক্ষে প্লাস্টিকের জিনিস কেনা এড়িয়ে চলুন। প্লাস্টিক একটি অপবিত্র ধাতু, যা ধনতেরাসে কেনা উচিত নয়। ধনতেরাসে অশুদ্ধ ধাতু কিনলে, তা ফলদায়ক বলে বিবেচিত হয় না।

ঝাঁটা আনার পর কী করবেন- ধনতেরাসেঁর দিন নতুন ঝাঁটা আনার পর সরাসরি ব্যবহার শুরু করবেন না। প্রথমে পুরনো ঝাঁটার পুজো করুন। তারপর নতুন ঝাঁটাকে কুমকুম ও অক্ষত নিবেদন করুন। এরপরেই এটি ব্যবহার শুরু করুন।

Archive

Most Popular