13th Mar 2025

Highlights :

www.rojkarananya.com news

ভীষণ সখের হীরের গয়নার যত্ন কীভাবে নেবেন?

6th Feb 2025

প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি


কর্মরতা নারীরা রোজকার জীবনে ব্যবহারের জন্য লকেট, কানের দুল, আংটি এখন সোনার বদলে হীরের পড়তেই পছন্দ করেন। একগাদা ভারী গয়নার বদলে স্লিক, আর সুক্ষ্ম নকশার। অন্যান্য গয়নার মতো হীরের গয়নার যত্ন একইরকমভাবে নেওয়া সম্ভব না। ছোট ছোট পাথর উঠে গেলে আফসোসের সীমা থাকবে না।

কী উপায়ে যত্ন করলে অনেক সাধের গয়নায় হীরের দ্যুতি থাকবে একেবারে নতুনের মতো? চলুন জেনে নিই।

১.হীরের গয়না সাবান গোলা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন এবং একটি নরম ব্রিস্টেড টুথব্রাশ দিয়ে আলতো করে পরিষ্কার করতে পারেন। 

২.বাগানের কাজ করার সময়, স্নান করার সময়, বাসন মাজা কিংবা ঘর মোছার সময়ে হিরের গয়না খুলে রাখুন।

৩.হিরের গয়না সব সময় নরম মসলিন কাপড়ে মুড়ে রাখবেন। না থাকলে টিস্যু পেপারে মুড়ে রাখতে পারেন। 

৪.২ চামচ বেকিং সোডা নিন। তাতে অল্প জল দিয়ে মিশ্রণ তৈরি করুন। এ বার গয়না গুলি সেই মিশ্রণে ডুবিয়ে রাখুন ঘণ্টা খানেক। এর পর ঠান্ডা জলে ধুয়ে নিন।

৫.কোনও রকম প্রসাধনী ব্যবহার আগে হিরের গয়না খুলে রাখাই ভাল। সাঁতার কাটার সময়েও হিরের আংটি, দুল খুলে রাখাই ভাল, নইলে জলের সঙ্গে মিশ্রিত ক্লোরাইন হিরের জ্বেল্লা নষ্ট করে দিতে পারে।

৬.গহনা ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করে তবেই তা বাক্সে রাখা উচিত। 

৭.মেকআপ করার পর গহনা পরিধান করুন, যেন মেকআপের উপকরণ এতে না লেগে যায়। একটু যত্ন নিলেই হীরের ঔজ্জ্বল্য থাকবে সারাজীবন।

৮.সরাসরি পারফিউম স্প্রে করবেন না।

সঠিক পরিচর্যায় আপনার শখের গয়নাটি থাকুক সব সময় নতুনের মতো উজ্জ্বল, সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী।

Archive

Most Popular

কীভাবে নিম পাতা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী?

13th Mar 2025

স্বাস্থ্য

সুদেষ্ণা ঘোষ

Read More