14th Mar 2025

Highlights :

www.rojkarananya.com news

প্রতিবছর ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইনস ডে কেন পালিত হয় জানেন? কেই বা ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন!

10th Feb 2025

প্রতিবেদন

সুদেষ্ণা ঘোষ


পাশ্চাত্য সভ্যতার ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় এক রহস্যে ঢাকা কাহিনীর। ইতিহাস বলছে, খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে, আনুমানিক ২৬৯ সালে, সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস ছিলেন রোমের শাসক। তিনি যুবকদের বিবাহকে নিষিদ্ধ ঘোষণা করেন। কারন সম্রাট লক্ষ্য করেন, অবিবাহিত যুবকরা যুদ্ধের কঠিন মুহূর্তে অত্যধিক ধৈর্যশীল হয়। ফলে তিনি যুবকদের বিবাহ কিংবা যুগলবন্দী হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন। যাতে তারা সেনাবাহিনীতে যোগ দিতে অনীহা প্রকাশ না করে। সেন্ট ভ্যালেন্টাইন নামের এক ধর্মযাজক ও চিকিৎসক সম্রাটের এ নিষেধাজ্ঞা কিছুতেই মেনে নিতে পারেননি। প্রথমে তিনি সেন্ট মারিয়াসকে ভালোবেসে বিয়ের মাধ্যমে রাজার আজ্ঞাকে প্রত্যাখ্যান করেন। এবং বাকিদের ও সম্পূর্ণ গোপনে বিয়ে দিতে শুরু করেন।‌ সম্রাট এই ঘটনা জানতে পেরে সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করেন এবং এই অপরাধে ১৪ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। সেই কারাবাসে থাকা কালীন সময়েও, সেন্ট ভ্যালেন্টাইন তার জেলারের অন্ধ মেয়েকে সুস্থ করে তোলেন। সঙ্গে তাঁকে এবং আরো বেশ কিছু মানুষ কে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেন বলেও জানা যায়।

মৃত্যুদন্ড কার্যকর হওয়ার আগে, সেন্ট ভ্যালেন্টাইন জেলারের মেয়ের জন্য শেষ চিঠিটি লেখেন। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ভ্যালেন্টাইনের স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনস দিবস ঘোষণা করেন। সময়ের সাথে সাথে, এই ভ্যালেন্টাইনস ডে প্রেম, বন্ধুত্ব উদযাপনের অনুষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে লোকজন একে অপরকে উপহার, ফুল এবং আন্তরিক বার্তা আদানপ্রদানের মাধ্যমে দিনটিকে উদযাপন করেন।

তবে শুধু ওই একদিন ই নয়! উদযাপন করতে পারেন গোটা সপ্তাহ ধরে। ভালোবাসার সপ্তাহের কোনদিন কীভাবে পালন করবেন জেনে নিন।

৭ ফেব্রুয়ারী

সপ্তাহটি শুরু হয় গোলাপ দিবস দিয়ে, যেখানে মানুষ বিভিন্ন রঙের গোলাপ উপহার দিয়ে তাদের আবেগ প্রকাশ করে।

৮ই ফেব্রুয়ারী

আপনার প্রিয়জনের কাছে আপনার অনুভূতি স্বীকার করার জন্য বা আন্তরিক স্বীকারোক্তির জন্য একটি নিখুঁত দিন। 

৯ ফেব্রুয়ারি

চকোলেট হল মিষ্টি এবং ভালোবাসার একটি সার্বজনীন প্রতীক। এই দিনে, দম্পতিরা তাদের সম্পর্কের মধুরতা যোগ করার জন্য চকোলেট বিনিময় করে।

১০ ফেব্রুয়ারী

টেডি বিয়ার উপহার দেওয়া আপনার সঙ্গীকে বিশেষ বোধ করানোর একটি উপায়। এটি উষ্ণতা, ভালোবাসা এবং স্নেহের প্রতিনিধিত্ব করে।

১১ ফেব্রুয়ারী

সম্পর্ককে শক্তিশালী করে এমন অর্থপূর্ণ প্রতিশ্রুতি দেওয়ার জন্য নিবেদিত একটি দিন। এই দিনে দম্পতিরা কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে।

১২ ফেব্রুয়ারী 

একটি উষ্ণ আলিঙ্গন এমন আবেগ প্রকাশ করতে পারে যা প্রায়শই শব্দে প্রকাশ করা সম্ভব হয় না। এই বিশেষ দিনে প্রিয়জনকে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে জানাতেই পারেন, সেই মানুষটি আপনার কাছে কতটা স্পেশাল।

১৩ ফেব্রুয়ারী

 চুম্বন দিবস গভীর স্নেহের প্রতীক, যা দাম্পত্যের মধ্যে থাকা বন্ধনকে শক্তিশালী করে।

১৪ ফেব্রুয়ারী

বিশেষ সপ্তাহের শেষ দিন। এবং মধুরেণ সমাপয়েৎ এর মতো একে অপরের সঙ্গে বিশেষ সময় কাটানো, প্রিয় রান্না করা, উপহার আদান প্রদান এর মাধ্যমে দিনটিকে আরো সুন্দর করে তুলতেই পারেন।

Archive

Most Popular