21st Nov 2024

Highlights :

www.rojkarananya.com news

গরমে বিয়েবাড়ির সাজ

25th Apr 2024

প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি


বর-কনের সাজগোজ নিয়ে এত কথা, বাকিরা কী বানের জলে! এত বিয়ের মরশুমে এমনটা হতে দেওয়া যাবেই না। বান্ধবী টু বৌদি, বিয়ে বাড়ি আলো করে থাকা বাকি মহিলা ব্রিগেডের জন্য তাক লাগানো সাজের টিপস রইলো আজ।

গরমকাল। বেশি মেকআপ করলেই মুশকিল। তাছাড়া আজকাল ন্যাচারাল লুকের চাহিদাই বেশি। মুখে দাগ ছোপ থাকলে খুব প্রয়োজনে বেস মেকআপ করতে পারেন। তবে ওয়াটার বেসড। বাকিরা মুখে ঠাণ্ডা টোনার লাগিয়ে শুকোতে দিন। এর উপর ওয়াটার বেসড প্রাইমার (প্রি-মেকআপ ক্রিম) লাগিয়ে নিন। এরপর পাউডার ছড়িয়ে ব্রাশ দিয়ে ডাস্টিং করে ফেলুন। চাইলে কাজল বা লাইনার লাগাতে পারেন। এগুলো পছন্দ না হলে ব্রাউন কোল পেন্সিল দিয়ে চোখের পাতায় লাইন টানতে পারেন। এখন স্মাজ, স্মোকি আর নুড আই লুকের খুব চল। কিন্তু এই তিনটি মেকআপ যথেষ্ট কঠিন। বেশিরভাগ সময় গণ্ডগোল হয়ে যায়, তখন দেখতে খারাপ লাগে। এই ধরনের মেকআপ করতে চাইলে অভিজ্ঞ কারওর কাছে শিখে করা উচিত। তবে চাইলে চোখের বাইরের কোনে কোল পেন্সিল লাগিয়ে একটু স্মাজ করে নিতে পারেন। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে আইশ্যাডো নির্বাচন করুন। এছাড়া বেইজ কালারের শ্যাডো লাগাতে পারেন, ফ্রেশ লুক আসবে। ট্রান্সপারেন্ট মাস্কারা লাগাবেন। চোখের পাতা আরও প্রমিনেন্ট হবে। মনে রাখবেন যে-কোনও ধরনের আইল্যাশ লাগালেই ভালো লাগে না। এটি লাগাতে হবে চোখের মাপ ও ধরন অনুযায়ী।

ব্লাশার লাগানোর একটাই নিয়ম। চোখের আইবল থেকে সোজা একটা কাল্পনিক লাইন টানুন চিক বোন পর্যন্ত। এবার ব্রাশে সামান্য করে বাসার নিয়ে সার্কুলার মুভমেন্টে লাগাতে থাকুন। তবে সেটা শুধুমাত্র কানের দিকে, একদম নাকের দিকে নয়। খুব ভালো করে মিশিয়ে দেবেন। রঙ যেন গাঢ় না হয়। শুধু সুন্দর আভা থাকবে।

জামা কাপড়ের সাথে ম্যাচ করে লিপস্টিক লাগাতে পারেন। তবে যে-কোনও সাজ ও পোশাকে পিঙ্ক এবং ব্রাউন একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন। গায়ের রং গাঢ় হলে ব্রাউনের পরিমাণ বাড়বে, উল্টোটা হলে বাড়বে পিঙ্কের পরিমাণ। গরমে চুল খোলা না রাখাই ভাল। যদি ম্যানেজ করতে পারেন ভালো কথা নয়তো সুন্দর করে বেঁধে ফুল দিয়ে সাজাতে পারেন। গয়নাও পরুন সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে। আধুনিক সাজে কানে ভারি দুল, জমকালো আংটি, ঘড়ি বা সরু চেনের ব্রেসলেট। কিন্তু সাবেকি সাজে ভারী গয়নাই মানাবে। 

১.হালকা কোনও মেটেরিয়াল

এই সময়ে ভালো। সিল্ক, কেরালা কটন, সিফন ইত্যাদি। স্লিভলেস স্টাইলিস ব্লাউজ সাজে আলাদা মাত্রা আনবে। এই ধরনের সাজে চেষ্টা করবেন একটু ভারী গয়না পরার। ভালো লাগবে।

২.রিসেপশনে বাঁধতে পারেন এলো বিনুনী। সাবেকি খোঁপা, তাতে ফুলের সাজ সবসময় হিট। আলিয়ার মতো দক্ষিণী কন্যে সাজলেও মন্দ লাগবে না। এক্ষেত্রে হালকা জড়ি পাড়ের সাউথ সিল্ক পরতে পারেন। রঙ উজ্জ্বল হলেও চোখে কষ্ট দেবে না।

৩.শাড়ি পরতে না চাইলে জমকালো সালোয়ার চলতে পারে। আবার খুব হালকা কাজের কিছু পরলে গয়না আর মেকআপ যেন একটু ব্রাইট হয়।

৪.ট্র্যাডিশনাল সাজের কদর সবসময়। দীপিকার মতো অলওভার কাজ করা শাড়ি পরলে চুল খোলা না রাখাই বেস্ট। সঙ্গে কিন্তু সাবেকি ভারী গয়না মাস্ট।

৫.বয়স অল্প হলে পরতে পারেন লেহেঙ্গা। রঙ একটু ব্রাইট হলেই ভালো। মেহেন্দি বা অন্য অনুষ্ঠানে কনের সঙ্গে তাল মিলিয়ে ফুলের গয়না পরতে পারেন। না চাইলে হালকা কোনও গয়না দিব্যি মানাবে।

Archive

Most Popular

ঋতু পরিবর্তনে সুস্থ থাকুন, ঘরোয়া টোটকায় ..

21st Nov 2024

প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি

Read More