14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

লিভার সুস্থ রাখার ১০ সহজ উপায়..

5th Jul 2024

স্বাস্থ্য

ডাঃ চন্দন কুমার যাদব, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট


লিভার সুস্থ রাখার ১০ সহজ উপায়..

১। ফ্যাটি লিভারের সমস্যা এড়াতে অতিরিক্ত মদ্যপান, তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত।

২। স্ট্রেস থাকলে খাবেন না। চিকিৎসকরা জানাচ্ছেন লিভার সুস্থ রাখতে স্ট্রেসের সময় খাবার ছোঁবেন না। এই সময় হজম ঠিক মতো হয় না।

৩। বেশ কিছু গাছের মূল রয়েছে যা লিভার সুস্থ রাখতে সাহায্য করে। হলুদের মূল লিভারের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

৪। প্রোটিন বা ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার সময় সতর্ক থাকুন। এমন সাপ্লিমেন্ট বাছুন যা লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি লিভার পরিষ্কার রাখে। প্রোটিনের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিডও লিভার পরিষ্কার রাখার জন্য ভাল। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভার সুস্থ রাখতে সাহায্য করে।

৫। ওষুধ থেকে সাবধান। বেশ কিছু ওষুধ লিভারের ক্ষতি করে। কিছু পেনকিলার বা কোলেস্টেরলের ওষুধ লিভারের প্রভূত ক্ষতি করে।

৬। গবেষণা জানাচ্ছে, নিয়মিত কফি খেলে লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৪ শতাংশ কমে যায়।

৭। ত্বকে বিষক্রিয়া লিভারের উপর খারাপ প্রভাব ফেলে। তাই স্প্রে, টক্সিন থেকে দূরে থাকুন।

৮। অ্যানিমাল প্রোটিনের থেকে লিভারের জন্য বেশি ভাল প্লান্ট প্রোটিন। ডাল, সবুজ শাক-সবজি, বাদাম, ফাইবার খান।

৯। অ্যালকোহল লিভারে টক্সিন জমা করে। ফলে অতিরিক্ত মদ্যপান লিভারের ক্ষতি করে।

১০। লিভার সুস্থ রাখতে ফ্যাট ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে দেবেন না। হেলদি ফ্যাট খান। অলিভ, ওয়ালনাট জাতীয় খাবারে হেলদি ফ্যাট থাকে।

Archive

Most Popular