3rd Aug 2024
প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
এই পৃথিবীতে সব সম্পর্ক ই মানুষ জন্মসূত্রে পায়। কিন্তু এমন একটি সম্পর্ক রয়েছে যা তাঁরা নিজে তৈরি করে, তা হল বন্ধু। কখনও ছোটবেলার খেলার সঙ্গীরাই থেকে যায় আজীবন, যে কোন কঠিন মুহূর্তেও তাঁরা পাশে থাকে। পরিবারও যখন দূরে সরে যায়, নিজের উপর থেকে যখন বিশ্বাস চলে যায়, তখনও কোনো রকম স্বার্থ ছাড়া জীবনে ছায়ার মতো পাশে থাকে যে সেই তো প্রকৃত বন্ধু। কেউ কেউ বলেন, বন্ধুত্ব দিবস হল ৩০ জুলাই। আবার কেউ কেউ বলেন অগস্টের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে।
কিন্তু জানেন কি আসলে এই দিনটি কবে?
১৯৩০ সালে হলমার্ক কোম্পানি অগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস পালন করা শুরু করে। তখন মূলত গ্রিটিংস কার্ড পাঠানো দিয়েই এই দিনটি উদযাপন করা হত। মূলত ব্যবসায়ীক কারণেই এই দিনটির উদযাপন শুরু হয়। পরে প্যারাগুয়েতে অগস্টের প্রথম রবিবারকে বন্ধুত্ব দিবস হিসাবে চিহ্নিত করা হয়। পুরনো সেই ধারা এখনও চলে আসছে। ২০১১ সালে ইউনাইটেড নেশনস ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসাবে চিহ্নিত করে। তখন থেকেই ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসাবে পালিত হয়। যদিও ভারত-সহ বহু দেশই এখনও অগস্টের প্রথম রবিবারটিকেই বন্ধুত্ব দিবস হিসেবে পালন করে। সেই হিসেবে এবছর এই দিনটি পড়েছে ৪ অগাষ্ট, রবিবার।
নেপথ্যে রয়েছে কোন কাহিনী?
শোনা যায়, ১৯৩৫ সালে আমেরিকা সরকার এক ব্যক্তিকে হত্যা করায়, তার প্রতিবাদে পরের দিন তাঁর বন্ধু আত্মহত্যা করেন। দিনটি ছিল অগাস্টের প্রথম রবিবার। এরপর আমেরিকান কংগ্রেস এই দিনটিকে 'বন্ধুত্ব দিবস' হিসাবে ঘোষণা করেন।
আরও একটি কাহিনি অনুসারে ১৯৫৮ সালে হলমার্ক কার্ড নির্মাতা জয়েস হল 'বন্ধু দিবস' পালনের প্রস্তাব রাখেন। এরপর ২০১১ সালে জাতিসংঘ, ৩০ জুলাই বিশ্ব বন্ধু দিবস হিসাবে ঘোষণা করে।
যদিও অনেকে মনে করেন শুধু একদিন কেন, প্রতিদিন হয়ে উঠুক 'ফ্রেন্ডশিপ ডে'। তবে এই একবিংশ শতাব্দীতে, প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে তা অসম্ভব। তাই একটা দিন যদি বন্ধুদের একটু স্পেশাল ফিল করান, সবাই মিলে মনের আনন্দে দিনটা কাটান তাহলে ক্ষতি কী!
কী কী উপহার দিতে পারেন প্রিয় বন্ধুকে?
পারসোনালাইজড কফি মগ
বন্ধুত্বের এই বিশেষ দিনে আপনি আপনার বন্ধুকে দিতে পারেন পারসোনালাইজড কফি মগ। যা কফির প্রতিটি চুমুকে আপনার বন্ধুকে আপনার কথা মনে করাতে বাধ্য করবে।
ইয়ারবাড
আপনার বন্ধু যদি গান শুনতে পছন্দ করে, তাহলে আপনি তাকে ইয়ারবাড উপহার দিতে পারেন। যেকোনো বয়সী বন্ধুদের জন্য এটি একটি খুব ভালো উপহার।
পাওয়ার ব্যাঙ্ক
ফোনের ব্যাটারি ঘন ঘন শেষ যাওয়ার চিন্তা থেকে বন্ধুকে দিন মুক্তি। এই ফ্রেন্ডশিপ ডে’তে আপনি আপনার বন্ধুকে দিতে পারেন একটি পাওয়ার ব্যাংক। ফোনের ব্যাটারি যে কোনও জায়গায় এবং যে কোনও সময় চার্জ করার জন্য আপনি পাওয়ার ব্যাঙ্ক একটি দুর্দান্ত অপশন।
ট্রিমার
আপনি যদি আপনার বন্ধুকে এমন কিছু দিতে চান, যা প্রতিদিন তার কাজে লাগবে, তাহলে তাকে একটি ট্রিমার উপহার দিতে পারেন। নিজের বাজেট অনুযায়ী অনেক ধরনের ট্রিমার পাবেন।
ফোটো কোলাজ
যদি আপনারা অনেক দিনের বন্ধু হন তা হলে নিশ্চয়ই দুজনের একসঙ্গে অনেক ছবি রয়েছে। স্মৃতি বিজড়িত সেই সব ছবি দিয়ে বানাতে পারেন দারুণ একটি কোলাজ।
পছন্দের বই
আপনার বন্ধু বই পড়তে ভালবাসলে তাঁর পছন্দ মত বই উপহার দিতে পারেন। মুখে হাসি ফুটতে বাধ্য।