14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

নাকতলা উদয়ন সংঘ

1st Oct 2024

বাড়িঘর

নিজস্ব প্রতিনিধি


থিমের ভাবনায় সবসময় একধাপ এগিয়ে থাকে এই পুজো কমিটি। ২০২১ এ চলচ্চিত্র, ২০২২ এ মোটা কাপড়, ২০২৩ এ হৃদয়পুর এর অবিস্মরণীয় সাফল্যের পর নাকতলা উদয়ন সংঘের এবারের ভাবনা একান্নবর্তী।

বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে আমরা যেমন বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করেছি, সেভাবে হারিয়ে ও ফেলেছি বেশ কিছু মূল্যবান উপলব্ধি, ফলতঃ আমরা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছি আমাদের মূল শিকড়ের থেকে। কংক্রিটের জঙ্গলে এখন চারিদিকে বহুতল আর বহুতল। বাড়ি ভেঙে "ফ্ল্যাট কালচার" এসে যাওয়ায় আমরা হারিয়েছি একসাথে থাকার আনন্দ। মূলতঃ যৌথ পরিবার থেকে ছোট পরিবার হওয়ার ফলে একাকিত্ব গ্রাস করছে ক্রমশঃ।

স্মার্ট ফোনের প্রভাব বিস্তারের ফলে এখন ঘরে ঘরে ঢুকে পড়েছে আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার যোগ্য দ্রব্য, সেখানে বাদ নেই খাদ্য ও। মায়ের হাতের রান্না এখন আর পাওয়া যায় না। অনলাইনে খাবার অর্ডার করা এখন দৈনন্দিন রুটিনের একটা উল্লেখযোগ্য অংশ। পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে বসে মা ঠাকুমার হাতের রান্না খাওয়া বিরলতম দৃশ্য।

২০২৪ সালে এই বিষয়কে কেন্দ্র করে ৩৯ তম বর্ষে নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর নিবেদন, শিল্পী শ্রী রিন্টু দাসের ভাবনায়- “একান্নবর্তী”।

কীভাবে যাবেন:

টালিগঞ্জ সার্কুলার রোড ধরে আসতে হবে নাকতলা। কাছাকাছি মেট্রো স্টেশন গীতাঞ্জলি।

Archive

Most Popular