1st Oct 2024
বাড়িঘর
নিজস্ব প্রতিনিধি
৩২তম বর্ষে এই পুজো কমিটির এবারের পুজোর থিমের নাম মহিষাসুরমর্দিনী।
শিল্পীর ভাবনায়,
১ নং গারস্টিন প্লেস, আকাশবানীর পুরানো ঠিকানা, আর সেখানেই নির্মিত বাঙালীর দুর্গাপুজোর আগাম উন্মাদনা। মহিষাসুরমর্দিনী, শহরের বেতার কেন্দ্রের পত্তনের প্রেক্ষাপটে মিশে যাওয়া এই আলেখ্য জানিয়ে দেয় পুজো আসছে। বাণীকুমারের লেখা, পঙ্কজ কুমার মল্লিকের সুর এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাঠ সম্বলিত এই ঐতিহাসিক প্রযোজনা আজও দুর্গাপুজোর সূচনায় উদ্যাপিত হয়। মহালয়ার ভোরের আকাশে-বাতাসে মুখরিত নষ্টালজিক রেডিওর শব্দ আর তিন গুনীজনের প্রতি শ্রদ্ধা আর সম্মাননায় বিনম্র উপস্থাপনা।
প্রতিমাঃ নবকুমার পাল
পরিকল্পনা ও নির্দেশনা- বিশ্বনাথ দে