1st Oct 2024
বাড়িঘর
নিজস্ব প্রতিনিধি
এবছরের পুজোর থিমের নাম মানব জমিন। শিল্পী দেবতোষ কর এর পরিকল্পনা এবং প্রতিমা রূপদানে ৭৩তম বর্ষে দমদম পার্ক সার্বজনীন এর পূজা প্রাঙ্গণে উঠে আসবে প্রকৃতি এবং মানব জীবনের চিরন্তন সম্পর্কের নকশিকাঁথা। তাদের এবারের ভাবনা, যে কোনো নান্দনিক এবং সুশৃঙ্খল নগরায়ন শহর বিন্যাসের সামগ্রিক পরিকল্পনার অংশ। নিসর্গ চিত্রের (ল্যান্ডস্কেপ) সঙ্গে রয়েছে এর নিবিড় সম্পর্ক।
নিসর্গ চিত্র প্রাকৃতিক ভূ-দৃশ্য রচনার চিত্রকলা এর মাধ্যমে একটি অঞ্চল, দেশ বা পুরো জগতকেই বিরামহীন সৌন্দর্যে পরিণত করা যায়। ক্লান্তিকর নাগরিক কোলাহল এবং একঘেয়েমি দূর করতে নিসর্গ চিত্র সফল ভাবে কাজ করে থাকে। নান্দনিক আবেদনের পরিপ্রেক্ষিতে বিবেচিত হয়ে, বিশেষ করে ঘরানার মধ্যে, শহরাঞ্চলের একটি চিত্রিত উপস্থাপনার মাধ্যমে আমাদের এবারের মাতৃবন্দনা। স্থাপত্য এবং নিসর্গ চিত্র একে অপরের পরিপূরক।
দেশ এগোচ্ছে, এর সাথে মানুষের রুচি বোধেরও পরিবর্তন ঘটেছে। যাপিত জীবনধারায় আসছে বদলের ছোঁয়া। তাই বসবাসের এলাকা হয়ে উঠছে পরিবেশ এবং প্রকৃতি বান্ধব। সাম্প্রতিক অতিমারী মানুষের চেতনায় নতুন করে জাগিয়ে তুলেছে প্রাকৃতিক জীবনের তৃষ্ণা। শহর পরিকল্পনায় নিসর্গ চিত্র (ল্যান্ডস্কেপ) যোগ করবে সেই আকাঙ্খার বাস্তব রূপায়ণ, কারণ মানুষ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ।
সমগ্র পরিকল্পনা ও মাতৃ কল্পে: শ্রী দেবতোষ কর
আবহ: শ্রী চক্রপানি দেব
আলোক সজ্জা: বিশ্বজিৎ ঘোষ