14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি

1st Oct 2024

প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি


৯০ তম বর্ষে পদার্পণ করেছে এবারে তাঁদের পুজো৷ বিষয় ভাবনা প্রকরন। পরিকল্পনা বাস্তবায়নে শিল্পী নকশাকার সুশান্ত শিবানী পাল।

শিল্পীর ভাবনা অনুযায়ী, শহরের বিভিন্ন প্রান্তে ভৌগলিক অবস্থান, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সেখানকার উপনিবেশিক স্থাপত্যে প্রতিফলিত হয়। বর্তমান সময়ে সামাজিক বিবর্তনে বিশ্বায়ন আর নগর উন্নয়নের প্রভাবে শহরের ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য গুলি যেন একরকম হয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে এই উন্নয়ন যেমন গুরুত্বপূর্ণ তেমনই নান্দনিক ভাবে ঐ সকল ঐতিহ্যবাহী গঠন শৈলীর সংস্করণ বা বিবর্তন অত্যন্ত আবশ্যিক। এখানকার উপস্থাপনা সেরকমই এক প্রকরণ এর খসড়া চিত্রের বিন্যাস।

Archive

Most Popular