8th Feb 2025

Highlights :

www.rojkarananya.com news

সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব

1st Oct 2024

প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি


প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে তাদের এবারের ভাবনা উদযাপন।

সময়ের চড়াই-উৎরাই, ঘাত-প্রতিঘাত, ভাঙা-গড়ার সুদীর্ঘ পথ অতিক্রম করে, ক্রমবিকাশের মধ্যে দিয়ে এবছর সন্তোষপুর ত্রিকোন পার্ক দুর্গোৎসব প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে উপনীত হয়েছে। এই দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করে আজ ত্রিকোন পার্ক দুর্গোৎসব প্রতিষ্ঠা করতে পেরেছে পুজোর সঙ্গে জনসংযোগ এবং শিল্পের সম্পর্ক। শিল্পীর ছোঁয়ায় মায়ের মৃন্ময়ী মূর্তির চিন্ময়ী হয়ে ওঠার এই যাত্রাপথে থাকে নানান প্রতিবন্ধকতা; নিরন্তর পরিশ্রম আর প্রতিকূলতার সথে যুদ্ধ করে, সৃষ্টি-বিনাশের মেলবন্ধনে তৈরী হয় একটা প্রকৃত প্রাণের পুজো। সুস্থ সংস্কৃতির এই বাতাবরণে সন্তোষপুর ত্রিকোন পার্ক দুর্গোৎসব ফেলে আসা বছরগুলোতে তা প্রমান রেখেছে বারবার।

অপরদিকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষের সংবিধানও এবছর ৭৫ বছরে পদার্পন করেছে। এই সংবিধানের মূল গ্রন্থের প্রতিটি ছত্রে আমরা দেখতে পাই শিল্পের ছোঁয়া। ভারতীয় শিল্পধারার যে ঐতিহ্য, তা অলংকৃত হয়েছে সংবিধানের প্রতিটি পাতায়। এহেন অসংকরণ-সমৃদ্ধ সংবিধান গ্রন্থ আমাদের মননে, চিন্তনে এক ভিন্নতর নান্দনিক বোধ ও সৌন্দর্যানুভূতির আবেশ তৈরী করে। মূলত সংবিধান গ্রন্থের এই আলংকারিক দিকটিকেই তুলে ধরতে চেয়েছে সন্তোষপুর ত্রিকোন পার্ক দুর্গোৎসবের এবছরের থিম হিসেবে। বাংলার ঐতিহ্যের শ্রেষ্ঠ উৎসব আর ভারতের ঐতিহ্যময় সংবিধান গ্রন্থের নান্দনিক অলংকরণ এই দুটিকে এক সুত্রে মিলিয়ে এই প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে উদযাপন করা হবে অন্তর-অনুভূতির বৈচিত্রময় বহিঃপ্রকাশ, যে অনুভূতি ঐতিহাসিক অথচ সমসাময়িক। সৃষ্টি ও চিন্তাধারার স্বাধীনতা আমরা উদযাপন করবো সর্বজনে।

পরিকল্পনায় অসীম পাল

প্রতিমা শিল্পী সুরজিৎ পাল

আলোক নির্দেশনা দেবব্রত মাইতি

আবহ দীপময় দাস


Archive

Most Popular

ভ্যালেন্টাইন উইক স্পেশাল ফ্যাশন স্টাইলিং

8th Feb 2025

প্রতিবেদন

অন্তরা ব্যানার্জি

Read More