14th Nov 2024
প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
১৯৬৪ সালের ২৭ মে জওহরলাল নেহরুর জন্মদিন ১৪ নভেম্বরকে জাতীয় শিশু দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তখন থেকে দিনটি ভারতে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জওহরলাল নেহরুর মৃত্যুর পূর্ব পর্যন্ত ২০ নভেম্বরকে শিশু দিবস হিসেবে পালন করা হতো। যেটি জাতিসংঘ ১৯৫৪ সালে ঘোষণা করে।
তারপর ২০ নভেম্বর দিনটিতকে শিশু দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করা হয়। শিশুদের অধিকারকে মূলত চারটি মূল ভাগে বিভক্ত করা হয় তথা শিশুদের জীবনের অধিকার, সুরক্ষার অধিকার, অংশগ্রহণের অধিকার ও বিকাশের অধিকার। তবে শুধু ভারতই, অন্য অনকে দেশই রয়েছে যেখানে ২০ নভেম্বর নয়, অন্যদিন পালিত হয় শিশু দিবস।
অনেক দেশে আবার ১ জুন পালিত হয় শিশু দিবস। আমেরিকা যুক্তরাষ্ট্রে জুনের দ্বিতীয় রবিবার পালিত হয় শিশু দিবস। পাকিস্তানে শিশু দিবস উদযাপিত হয় ১ জুলাই, চিনে শিশু দিবস পালন করা হয় ৪ এপ্রিল। অন্যদিকে ব্রিটেনে ৩০ অগাস্ট শিশু দিবস পালন করা হয়। জাপানে শিশু দিবস ৫ মে, পশ্চিম জার্মানিতে এই দিনটি পালন করা হয় ২০ সেপ্টেম্বর। তবে সব দেশেই শিশু দিবস পালনের উদ্দেশ্য একটাই, দেশের শিশুদের অধিকার ও তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা।
স্কুল ও শিক্ষাক্ষেত্রগুলিতে পড়াশোনার পরিবর্তে বিশেষ অনুষ্ঠান, ক্যুইজ শো ইত্যাদির আয়োজন করা হয়। শিশুদের জন্য থাকে উপহার, খাওয়া -দাওয়ার আয়োজন। বর্তমানে বিভিন্ন শপিং মল, বিনোদন পার্ক রেস্তোরাঁতে থাকে শিশুদের জন্য বিশেষ আয়োজন। এমনকী কিডস আইটেম কেনাকাটায় থাকে বিশেষ ছাড়। সেই সঙ্গে বিশেষভাবে স্মরণ করা হয়, চাচা নেহেরুকে। শুধুই একটি দিন শিশুদের জন্য পালন করা হয় তা নয়। খুদে শিশুদের নানা ব্যাপারে সারা বিশ্বকে সচেতন করার জন্য একটি সপ্তাহও ঠিক করা হয়েছে। এই বছর ১৪ থেকে ২০ নভেম্বর সেই সপ্তাহ পালন করা হচ্ছে।