1st Oct 2024
প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
৭৫ তম বর্ষে এবারের পুজোর থিমের নাম শহরে চাই শুধুই সবুজ।
শিল্পীর পরিকল্পনায়, প্রাকৃতিক নিয়মানুসারে প্রত্যেকেই স্ব স্ব স্থানে সুন্দর ও মানানসই, তাই তাদের নিজস্ব স্থান থেকে সরিয়ে, স্বাভাবিক সৌন্দর্যকে ব্যহত করা উচিৎ নয়, কেননা তাকে সরিয়ে দিলে তার আসল প্রাণচাঞ্চল্য সৌন্দর্য ও স্বাভাবিকতা লোপ পায়। পৃথিবীর প্রতিটি প্রাণীই আপন পরিবেশে সৃষ্ট। সেই আপন পরিবেশ বিঘ্নিত হলে শুধু সৌন্দর্যায়ন নয় পরিবেশের ভারসাম্য ও নষ্ট হয়।
বর্তমানে পৃথিবী যত আধুনিকতার মোড়কে মুড়ছে সবুজ তত ধ্বংস হচ্ছে। ফলে পরিবেশ যেমন তার ভারসাম্য হারাচ্ছে, বন্য প্রাণীরাও তাদের বাসস্থান হারাচ্ছে। পৃথিবীর সঙ্গে সঙ্গে বন্য প্রাণী কুলের অস্তিত্ব বিপন্ন। বন্যদের বনে সুন্দর রাখতে এবং পরিবেশ বাঁচাতে এবছরের শারদোৎসবে কুঁদঘাট উন্নয়নী সংঘ সবুজায়নে অঙ্গীকার বদ্ধ। এই সবুজায়নের বার্তা সাধারনের কাছে শিল্পী গন্ড আর্ট এর মাধ্যমে তুলে ধরবে। গন্ড আর্ট মধ্যপ্রদেশে বসবাসকারী এক প্রাচীন জনগোষ্ঠীর লোক শিল্পকলা।
প্রাচীন লোকশিল্প কে তুলে ধরা ও পরিবেশ বাঁচানোর প্রতিজ্ঞা নিয়ে একটা প্রশ্ন জনসমক্ষে তুলে ধরা সত্যিই কি বন্যেরা বনে সুন্দর ও সুরক্ষিত?
পরিকল্পনায় মানস রায়
প্রতিমা সনাতন পাল
আবহ সিধু (ক্যাকটাস)