14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

হিন্দুস্তান পার্ক সার্বজনীন

1st Oct 2024

প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি


এবছর ৯৪ তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। এবছর থিমের নাম কল্প ঋতুর গল্প গাঁথা। সৃজনে রয়েছেন, মলয়, শুভময়। 

পুজো কমিটির ভাবনা অনুযায়ী, ভালোবাসা, সৃজনশীলতা ও মানবিকতার পরিপন্থী। যুদ্ধ হলো এক বিষাক্ত ভাইরাস যা সুন্দর পৃথিবীটাকে করে অসুস্থ ও সর্ব অর্থে দুর্বল। সাম্রাজবাদী যুদ্ধবাজদের  রক্তচোখ প্রতিনিয়ত সস্ত্রস্ত করছে শান্তিকামী মানুষের অন্তরাত্মাকে।

যদি এমন হতো? সমগ্র পৃথিবী জুড়ে এসেছে এক নতুন ঋতু- যেখানে যুদ্ধ নেই, হানাহানি নেই, আছে শুধু আনন্দ উৎসব। সেই পৃথিবীতে নেই কোন কাঁটাতারের বেড়া, নেই পাসপোর্ট ভিসার নিয়মের দখলদারি। সৈন্যরা অস্ত্র ফেলে মাতছে উৎসবের খুশিতে আর রণক্লান্ত ধ্বস্ত মানুষ ধ্বংসের ছাই থেকে ফিনিক্স-এর মত ডানা মেলেছে নির্বাধ উড়ালে। পুরো পৃথিবী যেন রাজনৈতিক, আর্থসামাজিক ও ব্যক্তিগত বিভেদ ভুলে হয়ে উঠেছে একপ্রাণ একাত্মা। এই নতুন কল্প ঋতুতে মায়ের আবাহনে সবাই খুশিতে মাতোয়ারা। মায়ের চরণে প্রার্থনা - বিশ্ব মানসে এই উৎসব ঋতু হোক  অশেষ, অক্ষয়।


Archive

Most Popular