8th Feb 2025

Highlights :

www.rojkarananya.com news

মিতালী কাঁকুরগাছি

1st Oct 2024

বাড়িঘর

নিজস্ব প্রতিনিধি


বাঙালির কাছে সকল শক্তির উৎস হল একদিকে জন্মদায়িনী মা, অন্যদিকে বরাভয়দায়িনী মা দুর্গা। মা দুর্গা আমাদের সমস্ত শক্তির উৎস, যাঁর আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের জীবনযুদ্ধে শামিল হতে হয়। কিন্তু মায়ের পুজোয় বাহ্যিক আড়ম্বরের কি প্রয়োজন? ভক্তিভরে উপাসনা টুকুই তো সব। এমনই পরিকল্পনা নিয়ে তাদের এবারের থিমের নাম উপাসনা। সৃজনে রয়েছেন শিল্পী প্রশান্ত পাল।

বর্তমান সমাজ-বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেলেও, মা এর বিকল্প আজও তৈরি করতে পারেনি। এক মা যে আমার জন্মদাত্রী, আমায় জগতের আলো দেখিয়েছেন। আরেকজন মা যে আমার সমস্ত শক্তির উৎস, যার আশীর্বাদ মাথায় নিয়ে আমার জীবন যুদ্ধ অতিবাহিত হয়। তাই, যে মা আমার সব সুখ- দুঃখের ভাগীদারি, যার কাছে আপনার সমস্ত আবদার, অভিযোগ তাকে কাছে কিসের আড়ম্বর, কিসের বাহ্যিকতা?

নাই বা থাকল জাঁকজমক, নাই বা থাকল আড়ম্বর তাই বলে কি আমার মা অন্যদের থেকে কোনো অংশে কম? আমার মায়ের গা-য়ে নাই বা থাকল দামী অলংকার, জমকালো পোশাক তাই বলে আমার জগৎ জননী মায়ের রূপ- ত্বেজের কি আছে কোনো অভাব?

এই নীল আকাশের নিচে, বাঁশ বাগানের মাঝে আমার মায়ের নিবাস। আমার মনের যে প্রার্থনা, যে ভক্তি- তাই আমার একমাত্র শক্তি; সেই ভক্তির শক্তি দিয়েই মায়ের উপাসনা করি দিন-রাত। আমার মায়ের আরাধনায় লাগে না কোনো লোক দেখানো জাঁকজমক, দাম্ভিকতা; লাগে অন্তরের ভক্তি, হৃদয় থেকে উপাসনা করার বাসনা। এই উপাসনা-তেই আমার নির্বাণ, আমার মুক্তি।

Archive

Most Popular

ভ্যালেন্টাইন উইক স্পেশাল ফ্যাশন স্টাইলিং

8th Feb 2025

প্রতিবেদন

অন্তরা ব্যানার্জি

Read More