1st Oct 2024
প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
৭৫ তম বর্ষে দুর্গোৎসবের বিশেষ ভাবনা―ভালোবাসা আলাদিন…
শিল্পী অনির্বাণ দাসের পরিকল্পনায় এমনই এক অসাধারণ ভাবনার বাস্তবায়িত রূপ প্রকাশ পেয়েছে এই পুজো মন্ডপে। ভাঙা সংসার, ভাঙা দেশ, ভাঙা সম্প্রীতি, ভাঙা মনকে জোড়া লাগাবে কে?
যুগে যুগে যুদ্ধবাজদের দাপটে বিধ্বস্ত হয়েছে বিশ্ব। মুছে গেছে হাজার হাজার জনপদ। রাজনীতির কারবারিদের কলমের আঁচড়ে ভেঙেছে ভূখণ্ড। দেশের বড় হয়ে ওঠে দ্বেষ। যেমনভাবে পারমাণবিক বোমার আঘাতে হিরোশিমা পরিণত হয় মৃত্যুনগরীতে। র্যাডক্লিফ লাইন ভাগ করে দেয় সুজলা সুফলা বঙ্গভূমি। ভিটেমাটি ছেড়ে লক্ষ লক্ষ মানুষ পাড়ি দেন ভিন্ন ভূখণ্ডে। সামান্য ফুলকি অচিরেই আগুন ধরায় ভ্রাতৃত্বের বন্ধনে। জমতে থাকে ক্ষত…
তবুও কোন শক্তিতে ভর করে বেঁচে থাকে মানুষ? কোন বিশ্বাসে বাড়িয়ে দেয় হাত? কীভাবে, কোন জাদুবলে আবার গড়ে ওঠে হিরোশিমা, নাগাসাকি? আমাদের কাছে উত্তর হয়তো একটাই―ভালোবাসা। সার্জারি-ওষুধ ছাড়াই যা জোড়া লাগায় ভাঙা সম্পর্ক, ভাঙা মন। আলাদিনের মতোই। ভালবাসার এই জাদুকে ঘিরেই এমন ভাবনা।