14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

পূর্বাচল শক্তি সংঘ

1st Oct 2024

বাড়িঘর

নিজস্ব প্রতিনিধি


এবছর ১৬ তম বর্ষে পদার্পণ করলো এই পুজো কমিটি। তাদের এবারের সৃজন ভাবনা কলকাতার মূর্তিকথা।

গঙ্গার পূর্বপাড়ের এই শহরের জনপথের পাশে ছড়িয়ে থাকা মূর্তি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের চিহ্ন। প্রাক্ স্বাধীনতা কাল থেকে সমকালের শিল্প, সমাজ ও রাজনৈতিক ইতিহাসের সাক্ষ্য। ঔপনিবেশিক পর্বের বিজয়ীর ভঙ্গি কিম্বা স্বাধীনতা পরবর্তীতে শিক্ষা, সংস্কৃতির গরিমা প্রকাশের উদ্দেশ্যেই নির্মিত হয়েছিল কলকাতার পথপ্রান্তের যাবতীয় মূর্তি।

সেই মূর্তিগুলোর নির্মাণ ইতিহাস এবং সামাজিক গুরুত্বের অন্বেষণই হল এই ২০২৪ এর পুজো সৃজণসূত্র- কলকাতার মূর্তিকথা। পথমূর্তি নিয়ে প্রায় এক দশকের দীর্ঘ গবেষণা বুঝতে শিখিয়েছে যে দিন কয়েকের পুজো উৎসবের জন্য নির্মিত বারোয়ারি দুর্গা মূর্তি, স্থায়িত্বের দাবি না করলেও রাজপথেরই মূর্তি। শহরের সংস্কৃতির মুখ। রাজপথের মূর্তি যেমন রাজনৈতিক গৌরবের প্রতীক, তেমনই মৃত্তিকা নির্ভর দুর্গা মূর্তিও শহরের শিল্প উৎসবের প্রতীক।

২০২৪ এ পূর্বাচল শক্তি সঙ্ঘের পুজো মাঠে একদল সমকালীন শিল্পী, গবেষক, শিল্প ঐতিহাসিক এবং কারিগর মিলে কলকাতার মূর্তি কেন্দ্রিক শিল্পচর্চা ও ইতিহাসকে এক সুতোয় গেঁথে দুর্গাপুজোর শিল্প প্রাঙ্গন রচনা করেছেন। কলকাতার মূর্তিকথা আসলে এক যৌথ শিল্পযাপনের আখ্যান, কীর্তিমানের মূর্তিমান হয়ে ওঠার সূত্রসন্ধান।

প্রধান নকশাকার: পার্থ দাশগুপ্ত

সংযুক্ত শিল্পীরা:

আশীষ চৌধুরী, বিজয় চৌধুরী, সায়ন মুখার্জি, অভিষেক চক্রবর্তী, জয়ন্ত পাল, ছন্দক মজুমদার, অর্থজিৎ মজুমদার, সুনীল পাল, সায়ন দেবনাথ

প্রতিমা পরিকল্পনা ও রূপদান: পার্থ দাশগুপ্ত, সুরজিৎ বণিক

গবেষণা- দেবদত্ত গুপ্ত

আলোর নকশা- সৌমেন চক্রবর্তী

Archive

Most Popular