14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

কালীঘাট মিলন সংঘ

1st Oct 2024

বাড়িঘর

নিজস্ব প্রতিনিধি


কালীঘাট মিলন সংঘ মানেই  থিমের চমক। প্রতিবছরই কোনও না কোনও সাম্প্রতিক বিষয়কে নিয়ে পুজোর থিম ভাবনা থাকে এই ক্লাবের। শারদোৎসবের ৮১ তম বর্ষে শিল্পী বিশ্বনাথ দে র ভাবনায় তাদের এবারের থিমের নাম মানতপুরী।

মানবজীবনের অভিলাষা সীমাহীন দিগন্তে প্রসারিত, আশা আকাঙ্খার দোলাচলে সর্বোচ্চ শিখর ছুঁতে চাওয়ার আকুতি আর মায়ের পা-এ সমর্পন, এই নিয়েই আমাদের এবারের নিবেদন মানতপুরী। উপাচারের নৈবেদ্যের ডালি সাজিয়ে পরম আরাধ্যার কাছে উৎসর্গীকৃত মানত, মনের অপার বিশ্বাস আর শুদ্ধ পবিত্রতাকে নিয়ে চিরায়ত সুতোর বন্ধনের অসংখ্য রূপ এক অভিনব শিল্প সুষমার মহিমান্বিত হবে, প্রদীপের আলোর প্রজ্জ্বলিত শিখায় সনাতনী মাতৃ প্রতিমার অবয়ব, আর কল্পনার পাখনা মেলে আকাশ ছুঁতে চাওয়ার আকুতি।

Archive

Most Popular