14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

বাঘাযতীন তরুণ সংঘ

1st Oct 2024

বাড়িঘর

নিজস্ব প্রতিনিধি


১৯৫০ সালে পুজো শুরু করে বাঘাযতীন তরুণ সঙ্ঘ। এই বারে তাঁদের পুজো ৭৫ তম বর্ষে পদার্পণ করলো। এবছর বাঘাযতীন তরুন সংঘের নিবেদন ইচ্ছে ডানা আমরা নারী, আমরাই পারি। 

শিল্পী সুব্রত ব্যানার্জির ভাবনায়, হয়তো কখনো হারিয়ে দিয়েছি নয় তো গিযেছি হেরে লড়াই ছাড়িনি শত আঘাতেও শিরদাঁড়া সোজা করে লড়াই ছিল আছে থাকবেই হবে না সুগম পথ অধিকার নেবো ছিনিয়ে মোরা মা দুর্গার শপথ। হয়তো কখনো পিছিয়ে ছিলাম এখন দিচ্ছি পিছিয়ে আমরা নারী আমরাই পারি বলছি শোনো চেঁচিয়ে। সতির চিতায় জ্বলতে জ্বলতে মেপেছি আকাশ খানা, লড়াই ছাড়িনি তবুও মোরা মেলেছি ইচ্ছে ডানা। তফাৎ ছিল যোজন খানেক এখন উনিস বিস এই অগ্নিপথের সহযোগী যাঁরা সকলকে কুর্নিশ।

মানবসভ্যতার শুরু থেকেই নারী হল সমাজের চালিকাশক্তি। প্রকৃতির অমোঘ নিয়মে সৃষ্টির নিয়ন্তা নারী। কালের বিবর্তনে বিভিন্ন সময়ে নারীসমাজ পিছিয়ে পরে, হতে থাকে বঞ্চিতা, লাঞ্ছিতা। কিন্তু বাংলাই তো পথ দেখায়, তাই এই নবজগরনের বাংলায় নারীরা ফিরে আসেন শক্তিস্বরূপা হয়ে। দেশের তথা সমাজের উন্নয়নের অন্যতম পরিমাণ সূচক হল নারীর ক্ষমতায়ন, যার জন্য প্রযোজন নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন। এই সবের হাত ধরেই আমরা স্বপ্ন দেখি সেই সমাজের যেখানে নারী-পুরুষ ভেদাভেদ না থেকে, পৃথিবীটা হবে মানুষের।

Archive

Most Popular