14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

মেঘের রাজ্য! এক পশলা বৃষ্টিতে গা ভিজিয়ে বেপরোয়া হওয়ার ডাক..

11th Jun 2024

ভ্রমণ

নিজস্ব প্রতিনিধি


শিলং

রাজধানী থেকেই শুরু করুন। এখানে স্টেট মিউজিয়াম আর সেন্ট্রাল লাইব্রেরি মিস করবেন না। শহরে ঘুরতে ঘুরতে টুক করে চলে যান শিলং পিক। পাহাড় চুড়ো দেখে দেখে নিন মেঘেমোড়া শিলংকে। সেই সঙ্গেই ঘুরে দেখতে পারেন গলফ ক্লাব, ওয়ার্ডস লেক, বোট্যানিক্যাল গার্ডেন, এ্যালিফ্যান্ট ফলস, ডনবসকো ক্যাথিড্রাল, ক্রিনোলাইন ফলস, বিডস ও বিশপ জলপ্রপাত, গানার্স ফলস, উমিয়ম লেক।

কীভাবে যাবেন

কলকাতা থেকে প্রতিদিন গুয়াহাটি যাওয়ার ফ্লাইট পাবেন। সেখান প্রদেশ থেকে মেঘালয় পর্যটনের ডিলাক্স বাস পাওয়া যায় শিলং যাওয়ার। শিলং থেকে ৩২ কিমি দূর উমরয় বিমানবন্দরে সপ্তাহে তিনদিন সরাসরি কলকাতা থেকে বিমান যায়। ট্রেনেও গুয়াহাটি নেমেই বাস বা গাড়িতে শিলং যেতে হবে।

থাকবেন কোথায়

পর্যটন দফতরের পাইনউড, ফোন: ০৩৬ ৪২২২ ৩১১৬। পাইন ব্রুক গেস্ট হাউস, ফোন: ০৩৬ ৪২৫০ ৫৪২২।

এছাড়া কী দেখবেন

ঘুরে আসুন এশিয়ার সব চাইতে পরিষ্কার গ্রাম মাওলিংনং থেকে। শিলং থেকে গাড়ি ভাড়া করে দিনের দিন ঘুরে আসা যায়। সব চাইতে ভাল মেঘালয় পর্যটন দফতরের কন্ডাকটেড ট্যুরে বেড়িয়ে পরা। এই ট্যুরে মাওলিংনং ছাড়াও মৌসিনরাম চেরাপুঞ্জি, রামকৃষ্ণ মিশন আশ্রম, মৌসমাই জলপ্রপাত, নোহকালিকাই জলপ্রপাত দেখানো হয়। এই ট্যুরের জন্য যোগাযোগ, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, পুলিশ বাজার, বাসস্ট্যান্ডের বিপরীতে, ফোন: ০৩৬ ৪২২২ ৬২২০।

শিলং এ কোথায় খাবেন
শিলং এ পর্ক, চিকেন এবং মাছের পদ সবথেকে বেশী পাবেন। জিঞ্জার আ্যন্ড স্ক্যাই গ্রিল, কেনমোর এবং শিপ আ্যন্ড ডাইন হিসেবে দারুণ। অন্যদিকে শেফ’স মাল্টি কিউজিন রেস্তোঁরা যুক্তিসঙ্গত মূল্যে দারুণ খাবার পরিবেশন করে। সিসেম তার দক্ষিণ-পূর্ব এশীয় রান্না এবং ঐতিহ্যগত উপজাতীয় রান্নার খাবারের জন্য পরিচিত।

শিলং ভ্রমণের সেরা সময়
শিলং এ বেড়ানোর জন্য বর্ষাকালকে বেছে নিতে পারেন। ঘন বর্ষার দুমাস জুলাই-আগস্ট। বর্ষাকে কাছ থেকে উপভোগ করার জন্য যাবেন এই দুই মাসের যেকোনো সময়। বর্ষায় এখানকার পাহাড় ও ঝর্ণা গুলো পূর্ণ যৌবন ফিরে পায়।

মেঘালয় হাউস, নস্করহাট, ১২০, শান্তিপল্লি, ই এম বাইপাস, ইস্ট কলকাতা টাউনশিপ, কলকাতা- ৭০০১০৭,
ফোন- ০৩৩ ২৪৪১ ১৯৩০

Archive

Most Popular