28th Aug 2024
বিনোদন
নিজস্ব প্রতিনিধি
এবার পুজোয় মেক-আপ আর হেয়ার স্টাইল এর লেটেস্ট ট্রেন্ড কী জানেন? টেক্সচারড হেয়ারডু বা ভার্সেটাইল পনিটেল। বোল্ড রঙের লিপস্টিক বা রঙিন আইশ্যাডো। মেক-আপে কোন কোন বিষয় এখন জনপ্রিয়?
রঙিন আই মেক-আপ: চোখের মেক-আপের ক্ষেত্রে রঙের ব্যবহার আগের তুলনায় অনেকটাই এখন বেশি। তা সে রোজকার সাজের জন্যই হোক বা পার্টি মেক-আপ, আইশ্যাডো থেকে আইলাইনার সবেতেই রাখতে পারেন রং। নানা রঙের আইশ্যাডোতে আজকাল অনেকেই স্বচ্ছন্দ। তবে উৎসবের কথা মাথায় রাখলে, সাধারণত সকলেই একটু সাবেকি মেক-আপ করতে চান। টানা কাজল, গাঢ় আই লাইনার...এটুকুই উৎসবের চেনা মেক-আপ। তবে এখন ডার্ক স্মোকি আইজের বদলে সফট স্মোকি আইজের দিকেই ঝুঁকছেন অনেকে। হেভি আইল্যাশও পরছেন অনেকে। কালো কাজলের বদলে অনেকেই আজকাল ব্রাউন, ডার্ক ব্লু, ডার্ক গ্রিন রং ব্যবহার করছেন।
উজ্জ্বল লিপস্টিক: ঠোঁটে উজ্জ্বল রং ব্যবহার করার ক্ষেত্রেও আজকাল অনেকেই বেশ সাহসী। ব্রাইট লিপস্টিক এখন ফ্যাশনে ভীষণভাবে ইন থিং! সেদিক থেকে মহিলারা আজকাল পরীক্ষামূলক রংও দিব্যি লাগাচ্ছেন। আগে অনেকেই হেভি আই মেক- আপের সঙ্গে নুড লিপস রাখতে পছন্দ করতেন। কিন্তু এখন ঠোঁটের জন্য অনেকেই স্বচ্ছন্দে বোল্ড কালারস বেছে নিচ্ছেন।
টেক্সচারড আপডু: চুলের ক্ষেত্রে নিট লো বান বরাবরই জনপ্রিয় হেয়ার ট্রেন্ড। কিন্তু এখন অনেকেই টেক্সচারড আপডু-এর দিকে ঝুঁকছেন। কার্লিং আয়রনের সাহায্যে চুল কার্ল করে নিন। কার্লড চুলের উপরিভাগ থেকে দু'ভাগে ভাগ করে নিয়ে নীচের দিকে পনিটেলবাঁধুন। আপডু-এর বেস এটাই। এবার চুল র্যাপড লুজ বান-এ বেঁধে নিন। পরিপাটি লুক নয়, বরং একটু মেসি লুক-ই এখন পছন্দের তালিকায় শীর্ষে। ট্র্যাডিশনাল কোনও অকেশনেও আজকাল এরকম চুল বাঁধাই পছন্দ করছেন সকলে। পুজোর মরশুমেও এই ট্রেন্ড বেশ ইন!
পনিটেল: পনিটেল সত্যিই চিরন্তন। তবে 'পনিটেল নানারকমের হতে পারে। পনিটেল নিয়ে রীতিমতো পরীক্ষা-নিরীক্ষাও করতে পারেন। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে এমনিতেই লোকজন মেক-আপ বা ফ্যাশন সম্পর্কে অনেক বেশি সচেতন। বেয়ন্সে বা জেনিফার লোপেজের পনিটেল স্টাইলও আজকাল ভীষণ জনপ্রিয়।
বেছে নিন পার্পল রং: নিয়ন নীল, হলুদ আর গোলাপি-এই তিনটে এখন ফ্যাশন থেকে মেক-আপ, সবেতেই চলছে। আর একটি রং এখন দারুণ জনপ্রিয়-পার্পল। সেলেবরা তো প্রায়ই এরকম বোল্ড লিপস্টিকে সেজে ওঠেন। আর তাঁদের ফলো করছেন সাধারণ ফ্যাশন-সচেতন মানুষও! ভারতীয়দের স্কিনটোনের সঙ্গেও দিব্যি মানানসই এই রং।
গ্লিটারড আইজ: গ্লিটার হল আরও এক ট্রেন্ড যা মেক-আপ ও ফ্যাশন দুনিয়ায় রীতিমতো দীর্ঘস্থায়ী। গ্লিটারড আইজ যে কোনও পার্টিতে প্রথম পছন্দ। সঙ্গে গ্লিটার টিয়ার্সও বেশ জনপ্রিয়। চোখে শিমারড লুক তৈরি করার জন্য ফেস্টিভ সিজন থেকে পার্টি, সব জায়গাতেই এর চাহিদা!
হাফ উইংগড আইলাইনার: এ মরশুমের সবচেয়ে বড় ট্রেন্ড বোধহয় এটাই। এতকাল আমরা উইংগড আইলাইনারের জনপ্রিয়তা দেখে এসেছি। সাতের দশকের সব জনপ্রিয় নায়িকারাই মোটামুটি এই ট্রেন্ড ফলো করতেন। কিন্তু এখন ভিন্টেজ এই ট্রেন্ডের জায়গা নিয়েছে হাফ-উইংগড আইলাইনার।
ডিফাইনড লিপ লাইনার: নব্বইয়ের দশকে এটি বেশ জনপ্রিয় ছিল। মাঝে সেভাবে চোখে না পড়লেও, এখন রীতিমতো চোখে পড়ছে এই ট্রেন্ড। এতদিন ধরে আমরা একই রঙের লিপস্টিক ও' লিপ লাইনার ব্যাবহার করতাম। অর্থাৎ, আপনি যদি ঠোঁটে লাল লিপস্টিক লাগান, তাহলে লিপ লাইনারও ওই একই রঙের লাগাতেন। লিপ লাইনার মূলত লিপস্টিক আউটলাইন করারকাজেই ব্যবহৃত হত। কিন্তু এখন লিপস্টিক ও লিপ লাইনার আলাদা রঙের হলেও অসুবিধে নেই। ধরুন, আপনি লাল লিপস্টিক লাগালেন, সঙ্গে পার্পল লিপ লাইনার লাগাতেই পারেন। বা নুড লিপস্টিকের সঙ্গে কোনও ডার্ক লিপ লাইনারও দিব্যি মানিয়ে যায়।
নিয়ন আইশ্যাডো: এমনিতেই ফ্যাশনে এখন নিয়ন-ফিভার চলছে। মেক- আপ দুনিয়াই বা পিছিয়ে থাকে কী করে! আইশ্যাডো থেকে লিপ কালার, সবেতেই প্রাধান্য পাচ্ছে নিয়ন রং। উজ্জ্বল নিয়ন সবুজ, নীল, কমলা বা গোলাপি... মেক- আপে এখন এরাই রাজা।
ফ্লাশড চিক: আগে হালকা ব্লাশ-অন লাগানোর ট্রেন্ড ছিল। সাধারণত সাইড চিকবোনে হালকা রংয়ের ব্লাশ-অন লাগাতেন সকলে। কিন্তু এখন চিকবোনের উপরিভাগে ব্লাশ- অন লাগানোটাই ট্রেন্ড। আর অ্যাপল অফ দ্য চিকস-এও লাগাতে পারেন। তবে সবক্ষেত্রেই এখন আর হালকা রং নয়, ফ্যাশন-সচেতন মানুষরা বেছে নিচ্ছেন গাঢ় ব্লাশ-অন।
শার্প নোজ কটুরিং: সাধারণ নোজ কন্টুরিংয়ের চেয়ে এই পদ্ধতি একটু আলাদা। শার্প কন্টুরিংয়ের ক্ষেত্রে ব্লেন্ডিংয়ের পর নাক চোখা দেখায়। একইসঙ্গে নাকের ডগাও হাইলাইট করা হয়।
পুজোর মরশুমে এই মহার্ঘ টিপসগুলো নিশ্চয়ই কাজে লাগবে! তাহলে সেজে উঠতে আর দেরি কোথায়!