1st Oct 2024
বাড়িঘর
নিজস্ব প্রতিনিধি
দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজো বাদামতলা আষাঢ় সংঘের পুজো এবার পা রাখলো ৮৬ তম বর্ষে। তাদের এবারের থিমের নাম, উৎসবের চালচিত্রে।
শিল্পী প্রদীপ্ত কর্মকারের ভাবনা অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে দুর্গাপুজো পরিনত হয়েছে উৎসবে। সমগ্র কর্মকাণ্ডের পেছনে থাকা মানুষ এবং তাদের সারাবছরের রোজগার, এই নিয়েই উৎসবের চালচিত্র। এমন এক অভূতপূর্ব ভাবনার বাস্তবায়িত রূপ দেখতে হলে আসতেই হবে বাদামতলা আষাঢ় সংঘের পুজো মন্ডপে।
পরিকল্পনায়: প্রদীপ্ত, পিন্টু, দীপময়, দীপঙ্কর
কীভাবে যাবেন: রাসবিহারী মোড় চেতলার দিকে যেতে হবে। প্রথম ডান দিকে সদানন্দ মোড়। এই রাস্তায় ঢুকে প্রথম বাঁ দিকে এই পুজোর মন্ডপ পেয়ে যাবেন।