1st Oct 2024
বাড়িঘর
নিজস্ব প্রতিনিধি
দুর্গোৎসব ২০২৪ এ আলিপুর ৭৮ পল্লী দেবী দশভূজা-র আরাধনার মধ্যে দিয়ে সমগ্র নারীশক্তি-র বন্দনায় ব্রতী হয়েছে। ৬৫ তম বর্ষে তাদের এবারের ভাবনা ফেরিকথা - যা উনবিংশ এবং বিংশ শতাব্দীর শহর কলকাতার ফেরিওয়ালাদের জীবন এবং জীবিকা নিয়ে সমৃদ্ধ।
শিল্পী অভিজিৎ ঘটকের পরিকল্পনা অনুযায়ী, তিনটি গ্রাম নিয়ে তৎকালীন কলকাতা শহরের জন্ম হয় (সুতানুটি, গোবিন্দপুর, কালিকট)। এই শহরের জন্মলগ্ন থেকেই এবং অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে শহরের গলি থেকে রাজপথে শোনা যেতো বিভিন্ন রকম পেশাভিত্তিক ফেরিওয়ালাদের ডাক, যা কালের নিয়মে আজও কিছু কিছু চোখে পরে, যদিও বেশীর ভাগ পেশাই আজ লুপ্তপ্রায়। এটি আলিপুর এবং কালিঘাট সংলগ্ন অঞ্চলের পুজো। সেই সূত্রে এই অঞ্চলটি মূলত গোবিন্দপুর নামক অঞ্চলকেই নির্ধারন করে, যেখান থেকে আদি গঙ্গা বয়ে গেছে। এই অঞ্চলের কালিঘাট পট তৎকালীন কালিঘাট সংলগ্ন রাস্তায় ফেরি করা হতো যা দর্শনার্থীদের মূল আকর্ষণ ছিলো এবং এখনো বেশ কিছু ফেরিওয়ালাদের ডাক শোনা যায় এই অঞ্চলে যা ভীষন দুর্লভ।
ভাবনা ও নির্দেশক: অভিজিৎ ঘটক
সহযোগিতায় : অরূপ, বাবলু, সৌরভ, সুভাষ, দুলাল, সন্দীপ
আলোকসজ্জায় : বাবু
শব্দ রূপায়ণ : অভিজিৎ চক্রবর্তী
কথা : গৌরীপ্রসন্ন মজুমদার
সুর : বাবুল বোস