21st Nov 2024

Highlights :

www.rojkarananya.com news

বেহালা নূতন দল

1st Oct 2024

বাড়িঘর

নিজস্ব প্রতিনিধি


এবছর ৫৯ বর্ষে পা রাখলো বেহালা নূতন দলের পুজো। বাঙালি শিল্পী সঞ্জীব সাহার তত্ত্বাবধানে গত তিনমাস ধরে অপূর্ব এক সৃষ্টির প্রয়াসে দিনরাত্রি পরিশ্রম করে চলেছেন আয়ারল্যান্ডের দুই শিল্পী এবং একজন আর্কিটেক্ট।

শৈল্পিক ভাবনায়, কঠিন কংক্রিটের মাঝে একটুখানি সবুজের ছোঁয়া যেন অ্যালিস-এর মতো নিয়ে গেল খরগোশের গর্তের স্বপ্নরাজ্যের দেশে। তবে ও কোনো অলীক স্বপ্নের দেশ নয়। প্রকৃতির সাথে মিশে গিয়ে এক সৃষ্টিশীল শিল্পজগৎ। বাইরের সবুজ; কঠিন ধাতুর রূপ নিয়ে ঢুকে পড়েছে শিল্পীর সৃষ্টি কর্মে। তার বিভিন্ন আকৃতি রূপ ফুটে উঠেছে মন্ডপে, প্রতিমায়। ভেতর গিয়ে মিশেছে বাইরে। বাইরের জগৎ তার রূপ রস নিয়ে হাজির হতে চাইছে ভেতরে। এ যেন প্রকৃতির সাথে একাত্মতার মহাকাব্য এক। প্রকৃতিকে ধ্বংস নয়, সঙ্গে নিয়ে পথ চলার অঙ্গীকারে সেজে উঠেছে এইবারের কল্পনা।

সমগ্র পরিকল্পনা ও রূপায়ন: সঞ্জীব সাহা, অরিঘ্ন সাহা 

শৈল্পিক সহযোগিতায়: ম্যাকনাস (আয়ারল্যান্ড-এর শিল্পীবৃন্দ)

আলোক নির্দেশনা: প্রবাল বসু

কীভাবে যাবেন:

আলীপুর মোড় থেকে ন্যাশনাল হাইওয়ে ১২ ধরে আসতে হবে শশীভূষণ মুখার্জি রোডে। কাছাকাছি মেট্রো স্টেশন বেহালা বাজার মেট্রো।

Archive

Most Popular

ঋতু পরিবর্তনে সুস্থ থাকুন, ঘরোয়া টোটকায় ..

21st Nov 2024

প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি

Read More