1st Oct 2024
বাড়িঘর
নিজস্ব প্রতিনিধি
এবছর ৬৫তম বর্ষে পদার্পণ করলো এই পুজো কমিটি। এবারের থিমের নাম বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। শিল্পী রিন্টু কোনার ও মধুসূদন দাস। মাতৃকল্পে অর্ধেন্দু দে। আবহে রয়েছেন পন্ডিত দেবজ্যোতি বোস। আলোক শিল্পী দীনেশ পোদ্দার।
পুজো কমিটির ভাবনা অনুযায়ী, প্রকৃতি আমাদের মা। তাই তাকে আমরা বলি ধরিত্রী। প্রকৃতির রূপ, রস আর গন্ধ আমাদের এই পৃথিবীর সঙ্গে পরিচয় করায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত - এই ছয় ঋতু ভিন্ন ভিন্ন ভাবে দোলা দেয় আমাদের। অবাক বিস্ময়ে আমরা তাকিয়ে থাকি আকাশের দিকে। মাটির দিকে। প্রকৃতির এই রূপ, রস, গন্ধের বৈচিত্র্য নিয়েই এবারের থিম বহে নিরন্তর অনন্ত আনন্দধারা।