1st Oct 2024
বাড়িঘর
নিজস্ব প্রতিনিধি
৭৭ বছর আগে সমাজসেবার মূলমন্ত্রেই সমাজসেবী সংঘের জন্ম, দুর্গাপুজো তারই ফলশ্রুতি। কৃষির সঙ্গে আমাদের নাড়ির টান, এমনই এক অসাধারণ ভাবনার বাস্তবায়িত রূপ দেখতে চাইলে আসতে হবে সমাজসেবী সংঘের পুজো মন্ডপে। তাদের এবছরের পুজোর থিমের নাম কর্ষণ।
শিল্পীর ভাবনা অনুযায়ী, মানুষ যখন ক্রমশ উন্নতির শিখরে ঠিক তখনই আমরা সরে এসেছি কৃষি থেকে দূরে। বিশ্বায়নের মায়া হরিণ আমাদের টেনে নিয়ে গেছে শপিংমলের শীতলতায়। আমরা হারিয়ে গেছি বস্তু সুখের বিভ্রমে, আর হারিয়ে ফেলেছি মাটির ঘ্রাণ, ঢেঁকির তাল, জলের গান এবং কৃষিসভ্যতার অসীম আশীর্বাদ। আর করবো না চাষ দেখি তোরা কি খাস।
কর্ষণই মানুষের ঐক্যের পথ। একত্রে শ্রম দান, বীজ বপন, ফসল তোলা সব কিছুর মধ্য দিয়ে জীবনের বৃহত্তম ধর্ম পালনের কথা শিখিয়েছে কৃষি। কিন্তু আমাদের উন্নতির ধারনায় এসেছে বদল। চাষযোগ্য জমি হচ্ছে বাসযোগ্য। আরো উন্নততর বাসযোগ্য। কিন্তু শস্য বিনা প্রাণ কি থাকে? শত অর্থ ব্যয়ে প্রাণ ধারণ সম্ভব নয়। এক একটি শস্যদানা মানুষের সভ্যতার অস্তিত্বকে বহন করে চলেছে।
বস্তুগত সুখ যখন চাষ আর বাসের দুরত্ব বাড়িয়েছে, মানুষকে কৃষি বিমুখ করে তুলেছে, ঠিক তখনই আর একবার ফিরে যাই শস্য শ্যামলা সেই সোনালীময় জীবনে। যা কর্ষণের মধ্য দিয়ে পরিপূর্ণতা লাভ করবে। এবং এই কর্ষণের আঙ্গিকেই এবারের বিশ্বমাতা বিশ্বজননীর আরাধনা। কৃষি আর দুর্গাপূজোর মেলবন্ধনেই ফিরে আসুক শস্য আরাধনার সুন্দর রীতি। কংক্রিটের জীবন পেরিয়ে পৌঁছই কর্ষণে।
সৃজন ও প্রতিমা রাজু সরকার
আবহ লোপামুদ্রা মিত্র
আলো নির্দেশনা সাধন পারুই