14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

খিদিরপুর সার্বজনীন

1st Oct 2024

বাড়িঘর

নিজস্ব প্রতিনিধি


আজ বাঙালির উৎসব সার্বজনীন থেকে বিশ্বজনীন এ রূপ নিয়েছে। ঠিক তেমনি খিদিরপুর সার্বজনীন সৃষ্টিশীলতার পাশাপাশি সাবেকিয়ানার এই উৎসবকে নিয়ে শতবর্ষের পথে অগ্রণী।

বাঙালি আজীবন ভ্রমণপিপাসু একটু ছুটি পেলেই বেড়িয়ে পরে লোটা কম্বল নিয়ে ভ্রমণের নেশায়। সেই আপামর বাঙালির অতি পরিচিত তারাপীঠ ই উপস্থিত হতে চলেছে খিদিরপুর সর্বজনীনের আঙিনায়। বীরভূমের তারাপীঠ কেই এক অন্য রূপের মাধ্যমে উপস্থিত করাই আমাদের মূল লক্ষ্য যাতে বাঙালি দুর্গা পুজোতে ও মা তারার ভালোবাসা ও আশীর্বাদ কে উপভোগ করতে পারে। সাথে থাকবে তারা মায়ের প্রসাদ ও বীরভূমের প্রান্তিক বাউলের লোকগান। কলকাতায় দুর্গোৎসবের আঙিনায় তারাপীঠের আনন্দ উৎসব উপভোগ করতে চাইলে এ বছর আপনার ঠিকানা ও খিদিরপুর সার্বজনীন।

Archive

Most Popular