14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

জগৎ মুখার্জী পার্ক

1st Oct 2024

বাড়িঘর

নিজস্ব প্রতিনিধি


৮৮ তম বর্ষে জগৎ মুখার্জি পার্ক পুজো কমিটির এবারের থিমের নাম প্লাটফর্ম হাওড়া ময়দান। দেশের প্রথম মেট্রোরেল কলকাতা মেট্রোর ৪০ তম বর্ষ উদযাপনের আবহে তৈরি হয়েছে এই মন্ডপ। 

ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিকদের মতে হরপ্পা সভ্যতার শেষভাগে, অর্থাৎ আনুমানিক ১৯০০ থেকে ১৩০০ খ্রীস্টপূর্বাব্দে ভারতীয় সভ্যতার প্রাণকেন্দ্র সিন্ধু উপত্যকা থেকে সরে আসে গাঙ্গেয় অববাহিকা অঞ্চলে। বৈদিক যুগেও একমাত্র ঋগ্বেদ বাদে বাকি তিন বেদেই গঙ্গার ওপরই সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। তারপর মৌর্য থেকে মুঘল ইতিহাসের এই সুদীর্ঘ যাত্রার রঙ্গমঞ্চ ছিল গাঙ্গেয় সমভূমি অঞ্চল। গঙ্গার উৎস গোমুখের গঙ্গোত্রী হিমবাহ থেকে হলেও উত্তরাখন্ডের দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দার মিলিত স্রোতধারাকেই ভারতীয় সংস্কৃতিতে গঙ্গার মূল প্রবাহ বলে মনে করা হয়। ভারতের পাঁচটি রাজ্য অতিক্রম করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় দুভাগে বিভক্ত হয়ে দক্ষিণ-পূর্বে পদ্মা নামে বাংলাদেশ ও দক্ষিণে ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রায় ২৫১০ কিলোমিটার যাত্রাপথে ভারতীয় সভ্যতাকে সুজলা সুফলা শস্য-শ্যামলা করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আজ ভারতের প্রায় ৪০ শতাংশ জনসংখ্যার জীবন-জীবিকা আবর্তিত হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম সুবৃহৎ এই গঙ্গা নদীকে কেন্দ্র করে। ভারতীয় জনজীবনে, কৃষি, অর্থনীতি, শিল্প-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি, ধর্ম-ইতিহাস, সবই হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে এই গঙ্গার যাত্রাপথের দু- ধারে। যেন চলমান ভারতের এক নিখুঁত প্রতিরূপ।

কলকাতার মত বিশ্বের অন্যতম প্রাচীন শহরের প্রাণ-প্রবাহও এই পতিতপাবনী গঙ্গা। কিন্তু আমাদের দুর্ভাগ্য নাগরিক সভ্যতার ন্যুনতম দায়িত্বটুকুও আমরা সঠিকভাবে পালন করতে অপরাগ। তাই যে নদীকে আমরা মাতৃজ্ঞানে পুজো করি, তার শরীরের গভীর দূষণের ক্ষত নিয়ে আমরা দায় এড়িয়ে যাই। গঙ্গা গর্ভে আজ মেট্রোরেলের যাত্রাপথ তৈরি হয়েছে, যা এ শহরের জীবনধারায় নতুন রক্ত সঞ্চার করেছে। আর একই সাথে সভ্যতার বর্জ্য আর পরিত্যক্ত সামগ্রীর দুষণে ভরে উঠছে মাতৃরূপা গঙ্গা। নদীমাতৃক সভ্যতায় নদী বিপন্ন হওয়ার অর্থ শিয়রে শমন, অথচ সেদিকে আমরা ভ্রূক্ষেপও করি না। জনসচেতনতার এই বার্তা নিয়ে শিল্পী সুবল পালের পরিকল্পনা ও সার্থক রূপায়নে জগৎ মুখার্জ্জী পার্কের ৮৮ তম বর্ষে এবছরে যুক্ত হয়েছে দেশের প্রথম মেট্রোরেল কলকাতা মেট্রোর ৪০ তম বর্ষ উদযাপনের আবহ। ১৯৮৪ র ২৪ শে অক্টোবর যে পথচলা শুরু হয়েছিল সারা দেশের মধ্যে প্রথমবার এই কলকাতা শহরের মাটির তলা দিয়ে, আজ ৪০ বছর পার করে সেই মেট্রোরেল গঙ্গাগর্ভে পারি দিয়ে পৌঁছে গেছে হাওড়া ময়দান। গঙ্গার দুই তীরের দুই শহর আজ এক অন্যন্য ইতিহাসের শরিক। প্ল্যাটফর্ম হাওড়া ময়দান তাই নিছক একটা মেট্রোরেলের স্টেশন নয়। এ যেন এই ৪০ বছরের এক সুদীর্ঘ ঘটনাবহুল যাত্রাপথের স্বাক্ষর, কলকাতা ও হাওড়ার বিকল্প প্রাণ-প্রবাহ। এবছর তাই আমাদের মাতু আরাধনায় রূপকল্প দূষণ রূপ অশুভ শক্তির বিরুদ্ধে গঙ্গা রূপী মাতৃশক্তি দুর্গার বিজয়গাথা।

কলকাতার থিম পুজোর পথিকৃৎ হিসেবে ইতিমধ্যেই স্বীকৃত জগৎ মুখার্জ্জী পার্ক তার সামাজিক দায়িত্ব স্বীকার করে নিয়ে এবছর গঙ্গা দূষণের বিরুদ্ধে জনসচেতনতার বার্তা দিতে চায় এই শারদোৎসবের মঞ্চ থেকে। আমাদের ভাবনায় ও শিল্পী সুবল পালের উপস্থাপনায় এবার উঠে আসবে গঙ্গা গর্ভে দেশের প্রথম মেট্রোরেলের ঐতিহাসিক সূচনাকে কেন্দ্র করে কলকাতা মেট্রোর ৪০ তম বর্ষ উদযাপনের অনুষঙ্গে গঙ্গা দূষণ ও তার ভয়াবহতার মত জনস্বার্থ সম্পর্কিত বিষয়ে সচেতনতার বার্তা। যার পোশাকি নাম- প্ল্যাটফর্ম হাওড়া ময়দান।

Archive

Most Popular