21st Nov 2024

Highlights :

www.rojkarananya.com news

শ্যামা পল্লী শ্যামা সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি

1st Oct 2024

বাড়িঘর

নিজস্ব প্রতিনিধি


৯৮ তম বর্ষে এবারের থিমের নাম জননেপথ্যে (An Unseen Story)। সৃজনে, Thinkers। প্রতিমা শিল্পী, রাজেশ মন্ডল। 

পুজো কমিটির থেকে যা জানা গেল সেই অনুযায়ী, সময়ের ধারাপাতে, মানুষের শ্রমকে অবলম্বন করে এগিয়ে চলে সভ্যতা। এগিয়ে চলে অগ্রগতির অভিমুখে। অগ্রগতির সূচক নগরীর বুকে, একদল মানুষ নিজেদের শ্রম দিয়ে ত্বরান্বিত করে এই পথ। কঠোর পরিশ্রমে গড়ে তোলে ইমারত। বিভিন্নভাবে পরিচর্যা করে নগরীর-নাগরিকদের। এরা শ্রমজীবী মানুষ। দৈনিক শ্রমের ভিত্তিতেই এদের দিনযাপন। এদের অনুপস্থিতি নিশ্চিতভাবে বিঘ্নিত করে নগরীর ভারসাম্য।

অথচ নগরের বিরাট বিরাট প্রাসাদ-সম অট্টালিকার আড়ালে এদের অসুরক্ষিত জীবন অতিবাহিত হয়। মাথার উপর অস্থায়ী ছাদ, অস্বাস্থ্যকর পরিবেশ, শিক্ষার সীমাবদ্ধতা, অন্নের অনিশ্চয়তায়- মোড়া এই জীবনগুলোকে নগরী যেন আড়াল করে রাখে সুকৌশলে। সমাজের চাকার ক্রমাগত গড়িয়ে চলায় যাদের নেপথ্য ভূমিকা, তাদের বাসস্থান হয় শহরের নেপথ্যের ঘনবসতি বা বস্তি। সেখানেও অবস্থান করেন দেবী, মাতৃরূপে। পরিস্থিতি পরিবর্তনের এবং প্রতিদিনের লড়াইয়ের অনুপ্রেরণার উৎস রূপে। ভূমিকাগত ভাবে এবং বাসস্থানগতভাবে যে জন আড়ালেই থেকে যায় সর্বদা, তাদের সম্মান জানিয়ে এবারের নিবেদন জননেপথ্যে।

Archive

Most Popular

ঋতু পরিবর্তনে সুস্থ থাকুন, ঘরোয়া টোটকায় ..

21st Nov 2024

প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি

Read More