14th Oct 2024

Highlights :

www.rojkarananya.com news

বেহালা নূতন সংঘ

1st Oct 2024

বাড়িঘর

নিজস্ব প্রতিনিধি


পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। চারিদিকে শুধুই পুজো পুজো গন্ধ। শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। কলকাতার দুর্গাপুজো এবারই বিদেশের শিল্পীরা শিল্পভাবনা ফুটিয়ে তুলছেন। শহরবাসীকে উৎসবের আনন্দে মাতোয়ারা করে তুলতে তাই নেই কোন খামতি। অন্যান্য বছরের মতো এবছর ও অভিনব এক আয়োজন করেছে বেহালা নূতন সংঘ।

৬৫ তম বর্ষে শিল্পী তিমির ব্রক্ষ্মের ভাবনায় এবারের থিমের নাম আবাহন। 

পুজো কমিটির তরফে জানানো হলো, এবছর মায়ের আগমন হোক নারী ক্ষমতায়নের মাধ্যমে। মাভৈঃ বাণীর মন্ত্রে এগিয়ে চলুক নারীরা, নারী শক্তি দিয়ে আবাহন হোক দুর্গার, নারীর কোমল সত্ত্বা জেগে উঠুক তেজস্বিনীরূপে। মহা তেজ আগুন রূপে জ্বলে উঠুক প্রতিটি নারীর মধ্যে।

শিল্পী: তিমির ব্রক্ষ্ম

প্রতিমা: শিল্পী সৌমেন পাল

Archive

Most Popular