6th Feb 2025
প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
ভালোবাসার শুরু ফুল দিয়ে। সেকারণে ভালোবাসার সপ্তাহের শুরু ও হয় গোলাপ দিবস অর্থাৎ রোজ ডে র মাধ্যমেই। পাশ্চাত্য সংস্কৃতিতে সবথেকে প্রিয়, সবথেকে কাছের মানুষটিকে দেওয়া হয় টকটকে লাল গোলাপ। তবে শুধু কি তাই? হিসেব বলছে এইদিন টি কেবলমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্যই নয়। আমাদের আশেপাশে থাকা বন্ধু থেকে বাকি সমস্ত কাছের মানুষকেই এইদিন আমরা গোলাপ দিতে পারি। শুধু কাকে কোন রঙের গোলাপ দেবেন সেটা জানা চাই।
চলুন জেনে নিই কোন রঙের গোলাপ কিসের প্রতীক?
হলুদ গোলাপ:
হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। সত্যি কারের বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। তাই এইদিনে নিজের প্রিয় বন্ধুদের একগোছা হলুদ গোলাপ দিতে ভুলবেন না। এর মাধ্যমে তাদেরকে বোঝান যে, আপনি তাদের কতটা ভালবাসেন এবং ভরসা করেন।
কমলা গোলাপ:
কমলা গোলাপ আবেগ, উৎসাহ এবং উদ্দীপনার প্রতীক। এই বিশেষ দিনে কোনো কাছের মানুষকে কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আমি সবসময় তোমার পাশে আছি।
গোলাপি গোলাপ:
কৃতজ্ঞতার পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপনের অন্যতম চিহ্ন গোলাপী রং। হৃদয়ের অন্তরতম স্থান থেকে কৃতজ্ঞতা জানানোর জন্য এই রঙের গোলাপ দিতে পারেন।
সাদা গোলাপ:
সাদা রং শুদ্ধতা, পবিত্রতা এবং নিষ্পাপ সম্পর্কের প্রতীক। সম্পর্কের শুরু হোক অথবা বিয়ে, একগুচ্ছ সাদা গোলাপ হতে পারে পারফেক্ট উপহার। কাউকে মিস করলেও সাদা গোলাপ দিয়ে তাঁকে মনের ভাব বোঝাতে পারেন।
বেগুনী গোলাপ:
বেগুনি গোলাপ দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্কের চেয়ে, ক্ষণস্থায়ী মোহের প্রতীক। আবার, কারও সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কে যেতে ইচ্ছুক, এমন ইঙ্গিত প্রকাশের জন্যও বেগুনি গোলাপ উপহার দেওয়া হয়।
সবুজ গোলাপ:
সবুজ প্রাণ-প্রাচুর্যে ভরা একটি রং। জীবন, প্রাচুর্য এবং নতুন কোনো কিছুর শুরু বোঝাতে দেওয়া হয় এই গোলাপ। কারোর জন্য মনে প্রাণে উন্নতি প্রার্থনা করেও তাঁকে সবুজ গোলাপ দিতে পারেন।
লাল গোলাপ:
সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন।
পিচ গোলাপ:
এই রঙের গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতে উপহার দিন পিচ গোলাপ।
কালো গোলাপ:
বিদায় জানাতে কালো গোলাপ দেওয়ার রেওয়াজ অনেক কালের পুরনো। কোনো সম্পর্ক থেকে বেরোতে চাইলে কালো গোলাপ দিতে পারেন। এছাড়াও কালো গোলাপ মৃত্যুর প্রতীক।