2nd May 2024
প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
কাজের চাপে নিয়মিত ঘর সাফ করার সুযোগ পান না অনেকেই। বাথরুম বা রান্নাঘরের অবস্থাও তথৈবচ। বাজারের রুম ফ্রেশনারে ভরসা করেন না যাঁরা, তাঁদের জন্য রইল বাড়িতেই সুগন্ধি তৈরির টিপস।
ঘরের যেকোনও জায়গায়:
তিন ভাগ জলে সামান্য রাবিং স্পিরিট আর নিজের পছন্দের এসেনশিয়াল অয়েল দশ থেকে বারো ফোঁটা দিয়ে স্প্রে বোতলে রেখে দিন। ঘরের যে-কোনও জায়গায় কয়েকবার স্প্রে করে নিলেই দুর্গন্ধ থেকে মুক্তি।
রান্নাঘরে:
হালকা গরম জলে ভিনিগার মিশিয়ে রান্নাঘরের ডাস্টবিন ধুয়ে ফেলুন। দুর্গন্ধ আর পোকামাকড় দুটোই চলে যাবে। দুর্গন্ধ অথচ ডাস্টবিন খালি করতে পারছেন না? উপর দিয়ে ছড়িয়ে দিন বেশ খানিকটা কফি গুঁড়ো। রান্নাঘরের সিঙ্কে আলু বা পেঁয়াজের খোসা ফেলবেন না, এগুলোই কিন্তু দুর্গন্ধের প্রধান কারণ।
বাথরুমে:
বাথরুমের দুর্গন্ধ অত্যন্ত অস্বস্তির একটা কারণ। ড্রাই এয়ারফ্রেশনার বানিয়ে নিতে পারেন বাড়িতেই। একটা খালি কৌটোয় বেকিং সোডা আর পছন্দের এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা মিশিয়ে ফয়েল পেপার দিয়ে রেখে দিন। কমোড পরিষ্কার করার সময় এক কাপ ভিনিগার ঢেলে দশ মিনিট রেখে দিন। ফ্লাশ করে নিলেই দুর্গন্ধ দূর।
সাবেক সুগন্ধি:
রুম ফ্রেশনার আরও হরেক রকম নতুন সুগন্ধির সঙ্গে পাল্লা দিতে গিয়ে বেশ পিছিয়েই পড়েছে ধূপকাঠি শিল্প। বারুইপুর সহ আরও বিভিন্ন জায়গায় যখন কার্যত ধুঁকছে এই প্রাচীন শিল্প, ঠিক তখনই সাবেকি ধূপকাঠিকেই হাতিয়ার করে বাজারে নেমেছে নতুন ব্র্যান্ড হর্নবিল। সোনার কেল্লা, সাগুন, মথুরা, শিবালিক, মসকুইটো- এরকম বেশ কিছু আলাদা গন্ধের ধূপকাঠি রয়েছে এদের তালিকায়। সম্প্রতি শোভাবাজার রাজবাড়ির নাটমন্দির প্রাঙ্গণে এই নতুন উদ্যোগের সূচনা হয়ে গিয়েছে। প্রাক্তন মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মা, প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল সেন, সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজার মতো ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। হর্নবিলের কর্ণধার অভিষেক বসু রীতিমতো আশাবাদী, আগামীতে আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে তাঁদের। শুধু সুগন্ধি বা পুজোর আনুসাঙ্গিকই নয়, পোকামাকড় বা মশা তাড়ানোর জন্যও যে ধূপকাঠির জুড়ি মেলা ভার, একথা সত্যিই যখন ভুলতে বসেছি আমরা, তখন এই উদ্যোগ প্রশংসনীয়।