29th May 2024
প্রতিবেদন
নিজস্ব প্রতিনিধি
কাঠের আসবাব ঘরে রাখা অনেকেরই শখ। তবে সেই আসবাব পত্রের জেল্লা কিছুদিন পর থেকেই চলে যেতে পারে সঠিক যত্নের অভাবে। এদিকে রোজ রোজ সময় করে যত্ন নেওয়াও কঠিন। কী করবেন জেনে নিন।
১.চা খাওয়ার পর টি ব্যাগ ডুবিয়ে নিন জলে। তবে সেই চা যেন কড়া চায়ের পাতা হয়, সেদিকে রাখুন খেয়াল।চা ঘরের তাপমাত্রায় এলে, টি ব্যাগ ফেলে দিয়ে জলে কাপড় ডুবিয়ে তা নিঙড়ে নিন। একজম আর্দ্র কাপড়টি দিয়ে মুছে নিন পুরনো আসবাব। এতে রঙ চটে যাওয়া কাঠের আসবাবে ফিরবে উজ্জ্বলতা।
২.কাঠের আসবাবে যদি কালি পড়ে, তাহলে জলে গুলে নিন এক চা চাচমচ বেকিং সোডা। যেখান দাগ পড়েছে সেখানে লাগিয়ে নিন। তারপর নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিন। পরে আর্দ্র কাপড় দিয়ে মুথে ফেলুন। শেষে ফের শুকনো কাপড়ে মুছলে ভেজাভাব কেটে যাবে।
৩.অসাবধানে চায়ের কাপ বা সফট ড্রিঙ্কের বোতল উলটে গিয়েছে কাঠের টেবিলের উপর? দাগের জায়গাটায় টুথপেস্ট লাগান (জেল হলে কিন্তু চলবে না, পেস্ট চাই)৷ তার পর একটা নরম কাপড় দিয়ে ঘষে ঘষে দাগটা তুলে ফেলুন৷
৪.১কাপ অলিভ অয়েল আর ১/৪ কাপ সাদা ভিনিগার একসঙ্গে মিশিয়ে নিন৷ আসবাব পরিষ্কার করে নেওয়ার পর এই মিশ্রণ একটা নরম কাপড়ে ঢেলে ভালো করে মুছে নিন৷ আপনার ফার্নিচার ঝলমলে থাকবে বহুদিন৷